সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তোষাখানা মামলায় বড় ধাক্কা ইমরানের (Imran Khan)। শনিবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ৩ বছরের সাজা শোনাল জেলা ও দায়রা আদালত। এক পাক সংবাদমাধ্যম তেমনই দাবি করেছে। এরই পাশাপাশি ১ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে তাঁকে। অনাদায়ে আরও ৬ মাস জেলে থাকতে হবে। ইতিমধ্যে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবারই পাকিস্তানের এক হাই কোর্ট নিম্ন আদালতের রায়কে সরিয়ে রেখে মামলাটি নতুন করে শোনার কথা জানিয়েছিল। অবশেষে শনিবারই সাজা পেলেন ইমরান। তিনি যে বিপাকে পড়তে চলেছে তার ইঙ্গিত আগেই মিলেছিল। ফৌজদারি মামলায় অব্যহতি চেয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিলেন তিনি। বুধবার তাঁর সেই আবেদন খারিজ করে দিল পাকিস্তানের শীর্ষ আদালত। পাক সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চের বিচারপতি ইয়াইয়া আফ্রিদি জানিয়ে দেন, নিম্ন আদালতে তোষাখানার যে মামলাটি চলছে তাতে শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে না।
প্রসঙ্গত, পিটিআই প্রধান ইমরানের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। যার মধ্যে তোষাখানা মামলা অন্যতম। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি পদের অপব্যবহার করেছিলেন বলে অভিযোগ। প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া উপহার সামগ্রী সরকারি ভাণ্ডার বা তোষাখানায় জমা না করে বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন তিনি বলে অভিযোগ। পাকিস্তানের আইন অনুযায়ী, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যে সমস্ত উপহার দেন, সেগুলি পাক তোষাখানায় জমা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.