Advertisement
Advertisement

Breaking News

Flight

মাঝ আকাশে যৌন হেনস্তা! কিশোরী ও তাঁর মা’কে নির্যাতনে অভিযুক্ত মদ্যপ বিমানযাত্রী

২০ লক্ষ ডলার আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মামলা রুজু হয়েছে উড়ান সংস্থার বিরুদ্ধে।

Report claims Delta passenger assaults mother and daughter on flight। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 30, 2023 1:22 pm
  • Updated:July 30, 2023 1:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মহিলা ও তাঁর কিশোরী কন্যাকে বিমানের মধ্যে যৌন হেনস্তার (Assault) অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ডেল্টা এয়ারলাইনসের (Delta Air Lines) এক উড়ানে ওই ঘটনা ঘটার পরে চড়া আর্থিক ক্ষতিপূরণের মামলার মুখে পড়তে হল সংশ্লিষ্ট বিমান সংস্থাকে।

ঠিক কী হয়েছিল? নিউ ইয়র্ক থেকে এথেন্সগামী একটি বিমানে ওঠেন এক মদ্যপ যাত্রী। কিন্তু এরপরও তিনি টানা মদ পরিবেশন করার জন্য অনুরোধ করছিলেন বিমান সেবিকাদের। তিনি সহযাত্রীদের সঙ্গে অভব্যতা করছিলেন বলে অভিযোগ। টানা ৯ ঘণ্টা ওই কিশোরী ও তার মা’কে হেনস্তা করে যান অভিযুক্ত। প্রথমে কিশোরীর সঙ্গে তিনি কথা বলার চেষ্টা করছিলেন। সে পাত্তা না দেওয়ায় মেজাজ হারিয়ে তাঁর উপরে চড়াও হন অভিযুক্ত। তার মা এরপর বাধা দিলে তাঁর সঙ্গেও অভব্যতা করেন অভিযুক্ত।

Advertisement

[আরও পড়ুন: নেট-সেটে উত্তীর্ণ লোধা শবর সম্প্রদায়ের যুবক, অধ্যাপক নয়, ছেলে প্রাথমিক শিক্ষক হোক, চান বাবা]

অভিযোগ, এরপর বিমান বন্দরে পৌঁছে গেলেও অভিযুক্তকে বিনা বাধায় বেরিয়ে যেতে দেন বিমানকর্মীরা। তাছাড়া বিমানে বারবার সাহায্য়ের আকুতি জানালেও ওই মহিলা ও তাঁর কিশোরী কন্যাকে ধৈর্য ধরে বসে থাকতে বলা হয় বলেও অভিযোগ। এরপরই ২০ লক্ষ ডলার আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মামলা রুজু হয় উড়ান সংস্থার বিরুদ্ধে।

[আরও পড়ুন: হস্টেলের ছাদ থেকে পড়ে প্রাণহানি! বিহারের কলেজে পড়তে গিয়ে বাংলার যুবকের রহস্যমৃত্যু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement