Advertisement
Advertisement
Pakistan

জট কাটেনি পাকিস্তানে, কারচুপির অভিযোগে বহু বুথে পুর্নর্নিবাচনের নির্দেশ কমিশনের

৮টি কেন্দ্রে এখনও চলছে গণনা, রাজপথে নামার পরিকল্পনা পিটিআই সমর্থকদের। অনেক কেন্দ্রেই কারচুপির অভিযোগ তুলেছে পিটিআই-সহ বহু পার্টি। যার জেরে পাকিস্তানের নির্বাচন কমিশন বহু বুথেই পুর্নর্নিবাচনের নির্দেশ দিয়েছে। সেখানে নতুন করে ভোটগ্রহণ হবে আগামী বৃহস্পতিবার। প্রায় ১০টি আসনে এখনও গণনা চলছে। সব মিলিয়ে পরিস্থিতির জট এখনও খোলেনি।

Repolling ordered in multiple booths in Pakistan amid 'rigging' claims। Sangbad Pratidin

পাকিস্তানে অনেক কেন্দ্রেই কারচুপির অভিযোগ তুলেছে পিটিআই-সহ বহু পার্টি

Published by: Biswadip Dey
  • Posted:February 11, 2024 11:05 am
  • Updated:February 11, 2024 11:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে অর্থনৈতিক সঙ্কটের ক্রমাগত গলার ফাঁস হয়ে বসা। তার মধ্যে এবার নির্বাচন ঘিরেও নতুন করে উত্তেজনা পাকিস্তানে। পরিস্থিতি যা ত্রিশঙ্কু হওয়ার পথে প্রতিবেশী দেশটি। যদিও এক সংবাদমাধ্যম সূত্রের দাবি, ইমরান খানের পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা এগিয়ে অনেকটাই। তবুও অনেক কেন্দ্রেই কারচুপির অভিযোগ তুলেছে পিটিআই-সহ বহু পার্টি। যার জেরে পাকিস্তানের (Pakistan) নির্বাচন কমিশন বহু বুথেই পুর্নর্নিবাচনের নির্দেশ দিয়েছে। সেখানে নতুন করে ভোটগ্রহণ হবে আগামী বৃহস্পতিবার। প্রায় ১০টি আসনে এখনও গণনা চলছে। সব মিলিয়ে পরিস্থিতির জট এখনও খোলেনি।

এদিকে বহু কেন্দ্রেই এখনও গণনার ফলাফল জানানো হয়নি। এর প্রতিবাদে ইমরানের (Imran Khan) দল রবিবার পথে নেমে শান্তিপূর্ণ প্রতিবাদের কর্মসূচি নিয়েছে। ইসলামাবাদের বহু এলাকায় জারি ১৪৪ ধারা। এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইমরানের দলের সমর্থিত নির্দল প্রার্থীরা ১০২টি আসনে জয়লাভ করেছেন। কিন্তু এখনও ৩১টি আসনে জয় প্রয়োজন পিটিআইয়ের, যদি সরকার গড়তে হয়।

Advertisement

[আরও পড়ুন: সাইবার ক্রাইমের শিকার মহেশবাবুর মেয়ে, বেজায় ক্ষুব্ধ সুপারস্টার, দিলেন হুঁশিয়ারি]

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ অক্টোবর) পাক সংসদের নিম্নকক্ষ ন্যাশনল অ্যাসেম্বলির ২৬৫ আসনে ভোট হয়। বলে রাখা ভালো, ন্যাশনাল অ্যাসেম্বলির মোট আসন সংখ্যা ৩৩৬। এর মধ্যে ৬০টি সিট মহিলাদের জন্য সংরক্ষিত। ১০টি আসন রাখা হয়েছে সংখ্যালঘু অ-মুসলিমদের জন্য। ম্যাজিক ফিগার ১৬৯। ফলে সরকার গড়তে ২৬৫ মধ্যে ১৩৩টি আসনে জয়লাভ করতে হবে।

[আরও পড়ুন: প্রিয় মানুষকে প্রমিস করার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৬টি বিষয়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement