Advertisement
Advertisement

ভারতে ‘পুলিশি’ অত্যাচার দেখাতে গিয়ে ঢাকার ভিডিও পোস্ট, হাসির খোরাক ইমরান

এটা পাকিস্তানের পুরনো অভ্যাস, কটাক্ষ নেটিজেনদের।

Repeat Offenders
Published by: Soumya Mukherjee
  • Posted:January 4, 2020 5:18 pm
  • Updated:January 4, 2020 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের দরবারে ভারতকে অপদস্থ করতে গিয়ে বারবার হাসির খোরাক হন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবারও তার অন্যথা হল না। উত্তরপ্রদেশের পুলিশ মুসলিমদের ওপর অত্যাচার করছে বলে বাংলাদেশের একটি ভিডিও শেয়ার করেন তিনি। তারপরই তাঁকে নিয়ে হাসির রোল ওঠে নেটদুনিয়া। এটা পাকিস্তানের পুরনো স্বভাব বলে কটাক্ষ করে ইমরানের প্রবল সমালোচনা করেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি আকবরউদ্দিন।

বিষয়টির সূত্রপাত হয় শুক্রবার বিকেলে। শিখ ধর্মগুরু গুরু নানকের স্মৃতিবিজড়িত পাকিস্তানের নানখানা সাহিব (Nankana Sahib)-এর গুরুদ্বারে গন্ডগোল হচ্ছে বলে খবর আসে। জানা যায়, সম্প্রতি একটি শিখ তরুণীকে অপহরণের পরে জোর খাটিয়ে বিয়ে করে স্থানীয় এক মুসলিম যুবক। পরে এই নিয়ে ঝামেলার জেরে মেয়েটির বাড়ির লোক ছেলেটিকে মারধর করে বলে অভিযোগ। তার জেরে স্থানীয় মুসলিমরা একজোট হয়ে শিখ গুরুদ্বারে হামলা চালায়। চারিদিক থেকে ঘিরে ধরে পাথর ছুঁড়তে থাকে। গুরুদ্বার ধ্বংস করে সেখানে মসজিদ তৈরি করা হবে হুংকার দিতে থাকে। এর জেরে আতঙ্কিত হয়ে পড়েন ওই গুরুদ্বারের ভিতরে আটকে পড়া মানুষরা। আতঙ্ক ছড়ায় পার্শ্ববর্তী শিখ জনবসতি এলাকাগুলিতেও। মুসলিমদের তাণ্ডবের ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সাহায্যের আবেদন জানান গুরুদ্বারে আটক পড়া মানুষজন। এরপরই এই বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দার সিং।

Advertisement

[আরও পড়ুন: ‘আপনি মুর্খ!’, দাবানল পরিস্থিতি দেখতে গিয়ে প্রবল জনরোষের মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী]

 

তার জবাব দিতে গিয়েই ভুয়ো ভিডিওর সাহায্য নেন ইমরান খান। নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ করার জন্য উত্তরপ্রদেশ পুলিশ ভারতীয় মুসলিমদের বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ জানান। তাদের দেশ থেকে তাড়াতেই এই কাজ হচ্ছে বলে উল্লেখ করেন। আর তার প্রমাণ হিসেবে ২০১৩ সালের ৫ মে বাংলাদেশের ঢাকার শাপলা এলাকার একটি ঘটনার ভিডিও টুইটারে শেয়ার করেন। যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষদের মারধর করতে দেখা যায় পুলিশ। পরে নেটিজেনদের চোখে পড়ে ভিডিওতে থাকা পুলিশ কর্মীদের শরীরে বাংলাদেশে র‌্যাব (RAB)র লোগো লাগানো রয়েছে। এরপরই হাসির রোল ওঠে নেটদুনিয়ায়। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে থাকেন সবাই। বিষয়টি বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যে পোস্টটি ডিলিট করেন ইমরান। অবশ্য ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: দিল্লিতে হামলার ছক ছিল ইরানি কমান্ডার সোলেমানির, বিস্ফোরক দাবি ট্রাম্পের]

 

পরে এপ্রসঙ্গে আকবরউদ্দিন বলেন, ‘এটা পাকিস্তানের পুরনো অভ্যাস। আর তা দূর করা তাদের পক্ষে খুবই কঠিন। এই কারণেই ঢাকার পুরনো ভিডিও পোস্ট করে তা উত্তরপ্রদেশের নামে চালাতে চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement