Advertisement
Advertisement
Mukesh Ambani

‘অ্যান্টিলিয়া’র পর এবার ‘স্টোকস পার্ক’, লন্ডনে বিশাল প্রাসাদ কিনলেন মুকেশ আম্বানি

রিলায়েন্স কর্তার নতুন বাড়ির অন্দরমহল কেমন, জানেন?

Reliance owner Mukesh Ambani buys new bigger palace in Stokes Park, London | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 5, 2021 10:09 pm
  • Updated:November 5, 2021 10:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেবরে সম্পত্তি আরও বাড়ছে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, শিল্পপতি মুকেশ আম্বানির (Mukesh Ambani)। মুম্বইয়ে প্রাসাদোপম ‘অ্যান্টিলিয়া’র পর এবার ব্রিটিশদের দেশে আরও এক প্রাসাদ কিনলেন তিনি। লন্ডনে (London) কেনা আম্বানির নতুন বাড়ির নাম – স্টোকস পার্ক। তবে তাঁর সংস্থার তরফে জানানো হয়েছে, এই বাড়ি তিনি থাকার জন্য কেনেননি। কিনেছেন রক্ষণাবেক্ষণের জন্য। এখানে হোটেল, ক্রীড়াক্ষেত্র সংস্কারের কাজ হবে। তৈরি হবে গলফ (Golf) কোর্স। সে যাই হোক, রিলায়েন্স কর্তার নতুন প্রাসাদটি নিয়ে এখন কৌতূহল তুঙ্গে।

Advertisement

লন্ডনের বাকিংহ্যাম্পশেয়ারে ‘স্টোকস পার্ক’-এর সাদা বাড়িটিতে কী নেই? অন্দরমহল ঘুরে জানা যাচ্ছে, স্রেফ শোয়ার ঘরই এখানে হাফসেঞ্চুরির কাছাকাছি। মোট সংখ্যা ৪৯টি। এছাড়া বাড়ির গোটা চত্বরে তিনটি রেস্তরাঁ, একটি পাঁচতারা হোটেল রয়েছে। রয়েছে একাধিক গল্ফ কোর্স, টেনিস কোর্ট। এই হোটেল, রেস্তরাঁ এবং গল্ফ কোর্সের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে আগে। এমনই জানানো হয়েছে আম্বানির সংস্থা রিলায়েন্সের তরফে। এখনই আম্বানির পরিবার ‘স্টোকস পার্ক’-এর বাড়িতে গিয়ে থাকবেন না। সূত্রের খবর, লন্ডনে এই বাড়িটি কিনতে তিনি ৫৯২ কোটি টাকা দিয়েছেন।

[আরও পড়ুন: তিব্বতে সাঁড়াশি চাপ লালচিনের, বৌদ্ধ ভিক্ষুদের মঠছাড়া করছে বেজিং]

ব্রিটেনের এই বাড়ির ইতিহাস সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা যাচ্ছে, প্রায় ৯০০ বছর বয়স এর। প্রথমদিকে পরিবারের লোকজন বসবাস করলেও ১৯০৮ সাল থেকে কান্ট্রি ক্লাব হিসেবে তা ব্যবহৃত হয়। তারপর হলিউডের (Hollywood) একাধিক রোমহর্ষক সিনেমার শুটিংয়ে ব্যবহার করা হয় প্রাসাদোপম বাড়িটি। এবার বাড়িটি কিনে ফেললেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি। তাঁর ‘অ্যান্টিলিয়া’র বাড়িটি বিখ্যাত। এই বাড়ির অন্দরমহলেও রয়েছে অনেক কিছু। হেলিপ্যাড-সহ অনেক কিছুই। তবে ‘স্টোকস পার্কে’র বাড়ির আকারে-বহরে আরও অনেক বেশি। সংস্কারের পর সম্ভবত বিলেত গেলে এই বাড়িই হবে আম্বানি পরিবারের ঠিকানা।  

[আরও পড়ুন: গলছে চিন-আমেরিকা সম্পর্কের বরফ, বন্ধ দূতাবাস খোলার সিদ্ধান্ত জিনপিং ও বাইডেনের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement