সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় স্বস্তি ইমরানের। গত মঙ্গলবারই তাঁকে জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল পাক রেঞ্জার্স। কিন্তু বৃহস্পতিবার পাক (Pakistan) সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ইমরানের গ্রেপ্তারি বেআইনি। এরপরই সেদেশের শীর্ষ আদালতের নির্দেশ, অবিলম্বে মুক্তি দিতে হবে পিটিআই নেতাকে। আগামিকাল সকাল ১০টায় ইমরানকে ইসলামাবাদ হাই কোর্টে যাওয়ার জন্য বলেছে পাক সুপ্রিম কোর্ট।
এদিন ইমরানের গ্রেপ্তারির সমালোচনায় মুখর হয় সুপ্রিম কোর্ট। জানিয়ে দেয়, জমি দুর্নীতি মামলায় এভাবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করার অধিকার নেই পাক রেঞ্জার্সের। এরপরই পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আটা বান্ডিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্য়ের বেঞ্চ নির্দেশ দেয়, এক ঘণ্টার মধ্যেই ৭০ বছরের রাজনীতিককে আদালতে উপস্থিত করার। এরপরই পাক সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ইমরানের গ্রেপ্তারি বেআইনি। প্রধান বিচারপতি আটাকে বলতে শোনা যায়, ”যদি কোনও ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করেন, তাহলে তাঁকে গ্রেপ্তারের অর্থ কী?” এভাবে আদালত চত্বর থেকে কাউকে গ্রেপ্তার করা যায় না বলেও ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট।
এদিকে জানা যাচ্ছে, গতকালই শুনানির সময় ইমরান (Imran Khan) কাতর স্বরে জানিয়েছিলেন, তাঁর উপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। এমনকী শৌচালয়েও যেতে দেওয়া হয়নি তাঁকে। তাঁর গ্রেপ্তারির পর থেকেই আগুন জ্বলছে পাকিস্তানে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পাক সেনার সদর দপ্তরেও হামলা চালায় পিটিআই কর্মীরা। এদিন সুপ্রিম কোর্টে ইমরানের দলীয় সতীর্থদের অনুমতি দিয়েছে তাঁর সঙ্গে দেখা করার। তবে ১০ জনের বেশি পিটিআই কর্মী-সমর্থকদের অনুমতি দেওয়া হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.