Advertisement
Advertisement
New York

মুষলধারে বৃষ্টিতে হাবুডুবু নিউ ইয়র্ক! বিমানবন্দর থেকে সড়ক, সর্বত্র নাকাল যাত্রীরা

নিউ ইয়র্কের বহু অংশে সারা রাত ধরে একটানা বৃষ্টি হয়েছে।

Record rain in New York, streets flooded। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 30, 2023 6:10 pm
  • Updated:September 30, 2023 6:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত নিউ ইয়র্ক (New York)। শহরের বহু রাস্তাই জলমগ্ন। উপচে গিয়েছে পয়ঃপ্রণালী। ফলে রাস্তার পাশাপাশি বেসমেন্ট, স্কুল, সাবওয়ে সব জলে ভরে গিয়েছে। জল থইথই পথে ভাসছে গাড়ি।

সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, নিউ ইয়র্কের বহু অংশে সারা রাত ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। তা ই সকাল থেকে সেখানে দেখা যাচ্ছে সর্বত্রই জলের তোড়। ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি করা হয়েছে বহু অঞ্চলেই। সবাইকে সতর্ক করা হয়েছে। বৃষ্টির প্রকোপে ব্যাহত নিউ ইয়র্কের বিমান পরিষেবা। কোপ পড়েছে মেট্রো পরিষেবাতেও। নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের টার্মিনাল এ বন্ধ রাখা হয়েছে জলমগ্নতার (Flood) কারণে। বাতিল বহু উড়ান। অনেক উড়ানের সময় পিছিয়ে গিয়েছে। ফলে যাত্রীদের নাকাল হতে হচ্ছে। বহু যাত্রীকে জুতো খুলে সুটকেস মাথায় নিয়ে জল টপকাতে দেখা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অঝোরে বৃষ্টি, সপ্তাহান্তে পণ্ড হবে পুজোর শপিং?]

রাস্তার অবস্থাও তথৈবচ। জলে ভাসছে বহু গাড়ি। অনেক গাড়ি ঠেলে নিয়ে যেতে দেখা যাচ্ছে। নিউ ইয়র্কের পাশাপাশি আমেরিকার উত্তর-পূর্ব অঞ্চলও ডুবে গিয়েছে। ইতিমধ্যেই বন্যার বহু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন: ‘ফোন ধরছ না কেন?’, বিধানসভায় পা রেখেই পরিষদীয় মন্ত্রীর ধমক খেলেন নির্মলচন্দ্র রায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement