Advertisement
Advertisement

Breaking News

২২ বছর ধরে গভীর অরণ্যই ঘর, আমাজনের ‘টারজান’কে ঘিরে রহস্য

চাঞ্চল্যকর ভিডিও-তে দেখে নিন জারোয়াদের জীবনযাত্রা৷

Rare video shows last surviving member of Amazonian tribe
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2018 4:07 pm
  • Updated:July 22, 2018 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন বিশ্বের অনেক স্থান রয়েছে যেখানে পৌঁছাতে পারেনি তথাকথিত আধুনিক সমাজ৷ সেখানেও বসবাস করেন আমাদের মতোই মানুষ৷ যাদের সভ্য সমাজ উপজাতি বা ট্রাইবাল বা জারোয়া বলে ডাকে৷ আধুনিকতা, তথ্য-প্রযুক্তিগত উন্নতি, সামাজিকতা বোধ কিছুই ছুঁতে পারেনি এদের৷ নিজেদের পরিবেশে, নিজেদের মতোই করে বেড়ে উঠছে এরা৷ যেমনটা দেখা গিয়েছিল হলিউড সিনেমা ‘কিং কং’-য়ে৷ সত্যিই আন্দামান দ্বীপপুঞ্জের অনেকাংশে বা আমাজনের গভীর জঙ্গলে এখনও দেখতে পাওয়া যায় এদের৷ তবে এদের জীবনযাত্রা নিয়ে আধুনিক সমাজের কৌতূহলের শেষ নেই৷ অনেকবার চেষ্টা করেও আধুনিক মানুষ ব্যর্থ হয়েছে উপজাতি সম্প্রদায়ের  কাছাকাছি পৌঁছাতে, যারা গিয়েছেন আর ফেরেননি৷ তবে, সম্প্রতি ব্রাজিলের একটি সরকারি সংস্থা যে ভিডিও প্রকাশ করেছে, তা দেখলে হয়তো এই কৌতূহল কিছুটা নিরসন হতে পারে৷

[দুর্ঘটনায় চলার ক্ষমতা হারিয়েছেন মালিক, পোষ্যের কীর্তি দেখে অবাক বিশ্ব]

Advertisement

প্রকাশিত ভিডিওটিতে দেখতে পাওয়া যাচ্ছে, ব্রাজিলের রন্ডনিয়া প্রদেশে আমাজনের গভীর জঙ্গলের মধ্যে এখনও বেঁচে থাকা একটি উপজাতি  সম্প্রদায়ের মানুষকে৷ সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় জঙ্গলের মধ্যে গাছ কাটছে সে৷ মুখে রয়েছে ভরতি দাঁড়ি, আনুমানিক বয়স পঞ্চাশের কাছাকাছি৷ সরকারি সংস্থাটি সূত্রে খবর, ১৯৮০-তে ওই অংশের গভীর জঙ্গলে প্রথম উপজাতি সম্প্রদায়ের মানুষদের বসবাসের খোঁজ পাওয়া গিয়েছিল৷ সময়ের সঙ্গে সঙ্গে সভ্য সমাজের অত্যাচারে উপজাতি গোষ্ঠীর অনেকেই সেখান থেকে অন্যত্র পালিয়ে গিয়েছে৷ কিন্তু প্রায় ২২ বছর ধরে একাই জঙ্গলে বাস করছে ওই ব্যক্তি৷ ফলে তার নিরাপত্তার বিষয়টি এখন নজরে রাখছে স্থানীয় প্রশাসন৷

[দুর্ঘটনায় চলার ক্ষমতা হারিয়েছেন মালিক, পোষ্যের কীর্তি দেখে অবাক বিশ্ব]

জানা গিয়েছে, এর আগে ২০০৫-এ শেষবারের মতো এই ব্যক্তিকে দেখা গিয়েছিল৷ তখন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল৷ তবে, সভ্য সমাজের সঙ্গে কোনও রকমের সম্পর্ক রাখতে রাজি ছিল না সে, এখনও নয়৷ তারপর আবার কয়েকমাস আগে দেখা মিলল তার৷ এত বছর পরেও তাকে জীবিত থাকতে দেখে অনেকটাই নিশ্চিন্ত বলে জানিয়েছে ব্রাজিলের সরকারি সংস্থাটি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement