Advertisement
Advertisement

Breaking News

Sri Lanka

ক্ষোভের আঁচে পুড়ছে শ্রীলঙ্কা, সর্বদলীয় বৈঠকে ইস্তফা প্রধানমন্ত্রী বিক্রমাসিংঘের

রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

Ranil Wickremesinghe resigns as Prime Minister of Sri Lanka। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 9, 2022 7:02 pm
  • Updated:July 9, 2022 7:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক সংকট অব্যাহত শ্রীলঙ্কায় (Sri Lanka)। রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa)। এই পরিস্থিতিতে শনিবার বিকেলে সর্বদলীয় বৈঠকে ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘে (Ranil Wickremesinghe)।

গত মে মাসে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপক্ষে। এরপরই  ৭৩ বছরের বর্ষীয়ান রাজনীতিবিদ বিক্রমাসিংঘে শপথ নেন প্রধানমন্ত্রী হিসেবে। অবশেষে শনিবার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনিও। তিনি জানিয়েছেন, সর্বদলীয় সরকার গঠনের পথ গড়ে তুলতেই এই পদক্ষেপ তাঁর।দীর্ঘ সময় ধরে দেশজুড়ে তৈরি হওয়া অস্থিরতার পরে অবশেষে বিক্রমাসিংঘের দায়িত্বলাভের মধ্যে দিয়ে সুদিনের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন শ্রীলঙ্কাবাসী। এবার দেখার, তাঁর ইস্তফার পরে পরবর্তী সরকার গঠনের দিকে কীভাবে এগোয় কলম্বো। 

Advertisement

উল্লেখ্য, শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। দেশের বর্তমান অর্থনৈতিক ডামাডোলের জেরে প্রেসিডেন্ট রাজাপক্ষের (Sri Lanka President Gotabaya Rajapaksa) পদত্যাগের দাবিতে সরব জনগণ। প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে পারে তারা, এই আশঙ্কায় শ্রীলঙ্কার রাজধানীতে কারফিউ জারি করা হয়েছিল। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে তা আগেই আঁচ করেছিল পুলিশ-সেনা। তাই আগেভাগেই রাজপ্রাসাদ ছাড়েন গোতাবায়া। 

[আরও পড়ুন: জল্পনার অবসান, সোমবারই উদ্বোধন শিয়ালদহ মেট্রোর, জানুন কবে থেকে চালু যাত্রী পরিষেবা]

ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা গিয়েছে, তিনজন ব্যক্তি অতিকায় স্যুটকেস এনে শ্রীলঙ্কার নৌসেনার জাহাজ এসএলএনএস গজাবাহু জাহাজে তুলছেন। দেখা গিয়েছে, তাঁরা দ্রুত ওই জাহাজে উঠছেন। সূত্রের দাবি, ওই জাহাজে করে দেশ ছেড়েছেন রাজাপক্ষে। এদিন দুপুরেই জনরোষের মুখে পড়ে নিজের বাসভবন ছাড়তে দেখা গিয়েছিল তাঁকে।

[আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মানেই ধর্ষণ নয়, রায় কেরল হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement