Advertisement
Advertisement

ভারতে পরমাণু হামলার হুমকি হাফিজ সইদের

রাজনাথের বক্তব্যকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েই পাল্টা আক্রমণ ফিরিয়ে দেব, বললেন সইদ।

Rajnath's remarks on Pak a declaration of war, said Hafiz Saeed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 17, 2016 1:29 pm
  • Updated:December 17, 2016 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “পাকিস্তানকে যে ভাষায় আক্রমণ করেন রাজনাথ সিং, তা নিছকই শব্দ নয়। একে রীতিমতো যুদ্ধ ঘোষণা করা বলে। তাঁর বক্তব্যকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েই পাল্টা আক্রমণ ফিরিয়ে দেব।” ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন পাক জঙ্গি নেতা হাফিজ সইদ।

প্রসঙ্গত, পাকিস্তানের ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন এবং সীমান্তে হামলার ঘটনার নিন্দা করে পাকিস্তানের সন্ত্রাসবাদ পোষণের কড়া ভাষায় নিন্দা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁর বক্তব্যের পরই পাল্টা এই বক্তব্য রাখলেন হাফিজ।

Advertisement

লাহোরের নাসের বাগের এক সভায় বক্তব্য রাখতে এসে সইদ ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকিও দেন। বলেন, “ভারতকে বলতে চাই এটা ১৯৭১ সালের পাকিস্তান নয়। আজকের পাকিস্তান পারমাণবিক অস্ত্র এবং ক্ষমতাসম্পন্ন সর্বোচ্চ শক্তিশালী মুসলিম রাষ্ট্র।”

ভারতের পাশাপাশি পাক প্রশাসনকেও হুমকি দিতে ছাড়লেন না হাফিজ সইদ। পাকিস্তানে অভিযুক্ত ভারতীয় চর কুলভূষণকে যাতে কোনওভাবেই রেয়াত না করা হয়, সেই কথাই পাক প্রশাসনের উদ্দেশ্যে বলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement