Advertisement
Advertisement

কাস্ত্রোকে শেষ শ্রদ্ধা জানাতে হাভানায় রাজনাথ সিং

বিপ্লবের মৃত্যু নেই, এই বিশ্বাসে ভর করেই নতুন দিনের অপেক্ষা৷

Rajnath Singh leaves for Havana to pay tribute to Castro
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 29, 2016 2:04 pm
  • Updated:November 29, 2016 2:04 pm  

স্টাফ রিপোর্টার: কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর শোকসভায় যোগ দিতে কিউবার উদ্দেশে রওনা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার হাভানা পৌঁছবে৷ কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর, কাস্ত্রোকে শেষ বিপ্লবী কুর্নিশ জানাতে ভারত থেকে রাজনৈতিক প্রতিনিধিদের একটি দল কিউবার উদ্দেশে রওনা দিয়েছে এদিন৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে কিউবা যাচ্ছেন সাংসদদের আট সদস্যের সর্বদলীয় প্রতিনিধিদল৷ সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা ছাড়াও এই দলে থাকছেন লোকসভার ডেপুটি স্পিকার এম থাম্বিদুরাই, কংগ্রেসের আনন্দ শর্মা, বিজেডির ঝিনা হিকাকা, বিজেপির রমেন ডেকা এবং সমাজবাদী পার্টির জাভেদ আলি খান৷ হাভানায় টানা দু’দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাঁরা৷ বৃহস্পতিবার দিল্লি ফিরে আসবে এই সংসদীয় প্রতিনিধিদল৷

Advertisement

সোমবার ফিদেলের মৃত্যুতে সংসদে শোকজ্ঞাপন করা হয়৷ লোকসভায় ও রাজ্যসভায় কিউবার নেতার স্মৃতিতে নীরবতা পালন করা হয়৷

রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি বলেন, “কম্যান্ডার ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে আমরা গভীর শোকাহত৷” এদিকে লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বলেন, প্রবল ইচ্ছাশক্তি ও ব্যক্তিগত ক্যারিশ্মার ফলেই কিউবায় ৪৭ বছর ধরে ক্ষমতায় ছিলেন কাস্ত্রো৷ ভারতের প্রতি ফিদেল কাস্ত্রোর সমর্থন, নিঃস্বার্থ বন্ধুত্ব ও নির্জোট আন্দোলনে তাঁর ভূমিকার কথাও বলেন সুমিত্রা৷

প্রয়াত নেতার স্মৃতিচিহ্ন রাখা রয়েছে হাভানায়৷ গানস্যালুট-সহ দু’দিনের শোকসভার শেষে সেই দেহাবশেষই বুধবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরবে৷ নয় দিন ধরে রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলেও জানিয়েছেন ফিদেল কাস্ত্রোর ভাই তথা কিউবার বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো৷

কাস্ত্রোকে শেষ বিদায় জানাতে প্রস্তুতি নিচ্ছে কিউবার জনতা৷ দিনবদলের স্বপ্ন দেখিয়েছিলেন যাঁদের, তাঁরাই আজ হাভানার ‘প্লাজা দে রেভোলিউশিয়ন’-এর সামনে জড়ো হচ্ছেন৷ বিপ্লবের মৃত্যু নেই, এই বিশ্বাসে ভর করেই নতুন দিনের অপেক্ষা করছেন তাঁরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement