Advertisement
Advertisement

মোদির বিরুদ্ধে সুর চড়াতেই ‘শক’ খেলেন পাক মন্ত্রী, তারপর…

সোশ্যাল মিডিয়ায় মশকরার পাত্র হলেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ৷

Rail minister of pakistan jolted by electric shock amidst speech against India
Published by: Tanujit Das
  • Posted:August 30, 2019 8:33 pm
  • Updated:August 30, 2019 9:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন ইমরান খান৷ আর তাঁর সুরেই, অক্টোবর-নভেম্বর মাস নাগাদ নয়াদিল্লির বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধের হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদও৷ এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে কটূকথা বলতেও পিছ পা হননি তিনি৷ তবে ভাগ্য সহায় না থাকলে যা হয়, তার সঙ্গেও তাই হল! মোদিকে শাপ-শাপান্ত করতে গিয়ে এবার তড়িদাহত হলেন ইমরান খানের মন্ত্রিসভার এই সদস্য৷ সোশ্যাল মিডিয়ায় দৌলতে যা বর্তমানে ভাইরাল৷

[ আরও পড়ুন: পাকিস্তানে ধর্মান্তকরণের পর শিখ কিশোরীকে জোর করে বিয়ে, ইমরানের দ্বারস্থ পরিবার

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার এক জনসভায় বক্তৃতা দিতে গিয়েছিলেন রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ৷ স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ভারতের প্রধানমন্ত্রী মোদি সম্পর্কে কুরুচিকর মন্তব্য দিয়েই ভাষণ শুরু করেন তিনি৷ গোটা বক্তব্যে ভারতবিরোধিতার চড়া সুর তোলেন৷ বলেন, ‘‘আমরা তোমাদের মোদির জারিজুরি সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছি।’’ ছন্দ কাটে এরপরেই৷ বক্তৃতার সময় মাইক্রোফোনে হাত দিতেই আর্তনাদ করে ওঠেন পাক মন্ত্রী৷ বিদ্যুতের ঝটকা খেয়ে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেন রশিদ৷ নিজেকে সামলে নিয়ে হাসিমুখে হতভম্ব শ্রোতা ও সংবাদমাধ্যমের উদ্দেশে বলেন, ‘‘ইলেকট্রিক শক খাওয়া সত্ত্বেও বলছি, মোদি এই জনসভার মেজাজ নষ্ট করতে পারবেন না।’’ পাক মন্ত্রী মুখে মোদির বিরুদ্ধে কথা বললেও,  তরিদাহত হয়ে তাঁর যে প্রতিক্রিয়া ছিল, সেই দৃশ্যই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ নেটিজেনদের মজার বিষয় হয়ে উঠেছেন শেখ রশিদ আহমেদ৷ কেউ বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটূক্তি করার ‘শাস্তি’ পেয়েছেন রশিদ৷ কেউ বলছেন, ভারত বিরোধী ষড়যন্ত্রের যথাযথ শিক্ষা পেয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী৷

[ আরও পড়ুন: বিল মেটায়নি দপ্তর, বিদ্যুৎ সংযোগ কাটা হল ইমরানের অফিসের ]

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর থেকে বারবার শিরোনামে আসছে ভারত-পাক সম্পর্ক। আর সেই উত্তপ্ত পরিস্থিতিতেই ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ। জানান, অক্টোবর-নভেম্বর মাস নাগাদ দু’দেশে যুদ্ধ লাগতে পারে৷ ৩৭০ ধারা উঠে যাওয়ার পর এই রশিদ আহমেদই বলেছিলেন, “আমি রেলমন্ত্রী থাকতে ভারত-পাকিস্তানের মধ্যে কোনও ট্রেন চলবে না।” তার পর ধীরে ধীরে বন্ধ হয় সমঝোতা এক্সপ্রেস। বাতিল হয় থর এক্সপ্রেস। বন্ধ হয় ‘দোস্তি’ বাস পরিষেবাও।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement