Advertisement
Advertisement

রাহিলের মদতেই পাকিস্তান ছাড়তে পেরেছিলেন মুশারফ

পাক মুলুকে সেনা প্রাধান্যের এই প্রমাণ কি যথেষ্ট নয়?

Raheel Sharif helped Pervez Musharraf to leave Pakistan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 20, 2016 6:14 pm
  • Updated:December 20, 2016 6:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতা ছাড়ার পরও বিতর্ক পিছু ছাড়ছে না রাহিল শরিফের৷ পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধানই নিজের প্রভাব খাটিয়ে তাঁকে দেশ থেকে বাইরে যেতে সাহায্য করেছে বলে এতদিনে জানালেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ৷ সম্প্রতি দুনিয়া নিউজ নামে একটি চ্যানেলের টক শোয়ে এই তথ্য ফাঁস হয়৷

সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন মুশারফ৷ তারপর অবশ্য গণতান্ত্রিক ভোট প্রক্রিয়ার মাধ্যমে মসনদে বসেন৷ কিন্তু সেই ক্ষমতাও বেশিদিন ধরে রাখতে পারেননি মুশারফ৷ ঘরে-বাইরে চাপের মুখে চলতি বছরের মার্চ মাসে দেশ ছাড়েন তিনি৷ মুশারফ বলেন, তিনি রাহিলের সিনিয়র বস ছিলেন৷ সেই কারণেই তাঁকে রাহিল সাহায্য করেছে৷ সেনার দায়িত্বে যখন রাহিল ছিলেন, তখন নিজের প্রভাব খাটিয়ে বিচার বিভাগের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করেন তিনি৷ সেই কারণেই মেডিক্যালের অজুহাতে দেশ ছাড়ার অনুমতি পান মুশারফ৷

Advertisement

গত নভেম্বরই সেনা প্রধানের দায়িত্ব ছেড়েছেন রাহিল শরিফ৷ গত ২০ বছরে তিনি প্রথম পাক সেনা প্রধান ছিলেন, যিনি নির্দিষ্ট সময় অবসর নিয়েছেন৷ তাঁর আগে প্রত্যেকেই অবসরের পরও কয়েক বছর দায়িত্ব পালন করেন৷ পাক রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, প্রাক্তন সেনা প্রধানের ডানা ছাঁটতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement