Advertisement
Advertisement

Breaking News

রেডিও স্টেশন

তালিবানদের রুখে আফগানিস্তানে আলো ছড়াচ্ছে মহিলা পরিচালিত ‘রেডিও রোশনি’

কুন্দুজ শহরে একমাত্র রেডিও স্টেশনটি তৈরি করেন সাদিকা শারজাই।

Radio Roshni, only radio station in Afghanistan run by women
Published by: Sucheta Sengupta
  • Posted:September 7, 2019 7:14 pm
  • Updated:September 7, 2019 7:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুলেটের বদলে অনর্গল কথোপকথন। না, কোনও সমঝোতা বা আলোচনার কথা নয়। সন্ত্রাসবাদীদের রক্তচক্ষু, খুনের হুমকি উপেক্ষা করে বুকে অদম্য সাহস নিয়ে টানা দশ বছরের সংগ্রাম এক আফগান তরুণীর। পর্দাপ্রথার বাইরে বেরিয়ে শুধু পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজই নয়, একটি রেডিও স্টেশন তৈরি করে ফেলেছেন সাদিকা শারজাই। তাঁর হাতে তৈরি ‘রেডিও রোশনি’ এখন আলো ছড়াচ্ছে উত্তর আফগানিস্তানের তালিবান অধ্যুষিত কুন্দুজ শহরে।

[আরও পড়ুন : ফের ঔদ্ধত্য! রাষ্ট্রপতি কোবিন্দকেও আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান]

সালটা ২০০৮। তালিবানি সন্ত্রাসের ভয়ে কাঁটা গোটা আফগানিস্তান। এমনকী প্রশাসনও তাদের সমঝে চলে। মহিলাদের বাড়ির বাইরে যাওয়া নিষেধ। নিজের মতামত ব্যক্ত করাও প্রায় একটা অপরাধের পর্যায়ে পড়ে। পুরুষের হাতের পুতুল হয়ে নরকে দিন কাটানোর মতো অবস্থা আফগান ললনাদের। এমনই সময়ে যেন সমস্ত শিকল ছিঁড়ে আবির্ভূত হলেন সাদিকা শারজাই। মহিলাদের চিরবঞ্চনার কথা প্রকাশ করে তাঁদের
মুক্তিপথের সন্ধান দেবেন বলে তৈরি করলেন একটি রেডিও স্টেশন। নাম রাখলেন – ‘রেডিও রোশনি’। সেখানে মহিলাদের অধিকারের কথা প্রচার করতেন তিনি।

Advertisement

একাজ যে সহজ হবে না, সে বিষয়ে সম্যক ধারণা ছিল সাদিকার। তাই রেডিও স্টেশন সম্প্রচার হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে তালিবান জঙ্গিরা তাঁকে প্রথম রেডিও স্টেশন বন্ধ, তারপর হত্যার হুমকি দিতে থাকে। এমনও বলা হয় যে সাদিকা এতটাই খারাপ
কাজ করছেন যে আমেরিকা ধ্বংস করার আগেও জঙ্গিদের কর্তব্য, তাঁকে খুন করা। সাদিকা নিরাপত্তার জন্য আফগান সরকারের দ্বারস্থ হন এবং ফেরেন ব্যর্থ মনোরথে। বুঝতে পারেন, সরকার তাঁকে নিরাপত্তা দিতে পারবে না।
এক বছরের মধ্যেই বিপর্যয়টা নেমে আসে। রকেট লঞ্চার ছুঁড়ে রেডিও স্টেশন উড়িয়ে দেওয়ার চেষ্টা করে তালিবানরা। তখনকার মতো বন্ধ হয়ে যায় সাদিকার রেডিও রোশনি। কিন্তু ওই কিছুদিন মাত্র। তারপর আবারও ফিরে আসেন অসম সাহসী এই মহিলা। রেকর্ডিং স্টুডিও থেকে মাইক্রোফোন হাতে কণ্ঠ ছেড়ে বলেন, ‘আমরা হুমকি দিই না। স্বাধীন হওয়ার পাঠ দিই।’ তারপর থেকে বেশ চলছিল রেডিও রোশনি। স্থানীয় পুরুষদের কটাক্ষ, হুমকি, একঘরে করে দেওয়া – এসবের মাঝেও রেডিও রোশনি পৌঁছে গিয়েছিল কুন্দুজের মহিলামহলে।

radio-roshni

প্রথমবার কবজা করতে না পেরে ২০১৫ সালে কুন্দুজ দখলের পর রেডিও রোশনি স্টেশনে ফের বড়সড় হামলা চালায় তালিবানরা। সাদিকাকে ফোন করে হুমকি দেওয়া হয়। তিনি কর্মীদের নিয়ে কর্মস্থল থেকে পালিয়ে যান। এরপর জঙ্গিরা রেডিও স্টেশনে ঢুকে সমস্ত যন্ত্রপাতি চুরি করে, মাইন পুঁতে দিয়ে যায়, যাতে স্টেশনটিই উড়ে যায়। সমস্ত জানতে পেরে সাদিয়া বিস্ফোরক বিশেষজ্ঞদের সাহায্য নেন। তাঁরা মাইন নিষ্ক্রিয় করে স্টেশনটি বাঁচান। তবে ততক্ষণে সম্প্রচার করার পরিকাঠামো নষ্ট হয়ে গিয়েছে।

[আরও পড়ুন : ‘যে কাজ পারো না, করো না,’ ভারতের মিশন চন্দ্রযান ২-কে অপমান পাক মন্ত্রীর]

তারপর শুরু হয় আরেক সংগ্রাম। এখন রেডিও রোশনি পুরোপুরি মহিলাদের দখলে। কর্মীরাও মহিলা। সম্প্রচারিত অনুষ্ঠানের সিংহভাগই মহিলাদের জন্য। কুন্দুজের রেডিও রোশনি এখন শুধু একমাত্র বিনোদনমূলক শ্রাব্য মাধ্যমই নয়, আফগান নারীদের মুক্তির পথ, স্বাধীন হওয়ার ঠিকানা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement