Advertisement
Advertisement
Red Sea

লোহিত সাগরে ‘আগুন’ ঝরাচ্ছে হাউথিরা, তীব্র নিন্দা কোয়াড জোটের

জাপানের টোকিওতে শুরু হয়েছে কোয়াড দেশগুলোর বিদেশমন্ত্রীদের বৈঠক।

Quad foreign ministers condemn ongoing attacks by Houthis in Red Sea
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 29, 2024 6:01 pm
  • Updated:July 29, 2024 6:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক মাস ধরে লোহিত সাগরে একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের হাউথিরা। বিভিন্ন দেশের চোখ রাঙানি উপেক্ষা করে ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠনটি আক্রমণ শানাচ্ছে এডেন উপসাগরেও। যার নেতিবাচক প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্য পথে। ঘটেছে প্রাণহানিও। এবার লোহিত সাগরে হাউথিদের হামলার কড়া নিন্দা জানাল কোয়াড জোট। 

ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকা মিলে তৈরি হয়েছে ‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ’বা কোয়াড গোষ্ঠী। সোমবার থেকে জাপানের টোকিওতে শুরু হয়েছে কোয়াড দেশগুলোর বিদেশমন্ত্রীদের বৈঠক। এই সম্মেলনে যোগ দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। রয়েছেন জাপান ও অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী ইয়োকো কামিকাওয়া ও পেনি ওং। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এদিন সকলে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন। উঠে আসে লোহিত সাগর ও এডেন উপসাগরের প্রসঙ্গ। যেখানে গত কয়েকমাস ধরে আগুন ঝরাচ্ছে হাউথিরা। ভয়ংকর হামলা হয়েছে ভারতীয় বাণিজ্যতরী ও একাধিক ভারতগামী জাহাজেও। এবিষয়ে বিশেষ বৈঠকের পর যৌথ বিবৃতি দেন ৪ বিদেশমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: ইউক্রেনে নিহত রাশিয়ার হয়ে যুদ্ধরত ভারতীয় তরুণ, পুতিনের দেশে যান চাকরির খোঁজে]

গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে হামলা তীব্র করেছে হাউথিরা। গত ১২ জুন হাউথিদের মিসাইল হানায় লোহিত সাগরে ডুবে যায় একটি গ্রিক জাহাজ। ইয়েমেনের সশস্ত্র সংগঠনটির এই দৌরাত্ম্যের কড়া নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি বলা হয়, ‘লোহিত সাগর ও এডেন উপসাগরে আন্তর্জাতিক ও বাণিজ্যিক জাহাজগুলোতে ক্রমাগত হামলা চালাচ্ছে হাউথিরা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই হামলার ফলে অঞ্চলটিতে প্রবল অস্থিরতা তৈরি হয়েছে। বিপন্ন বাণিজ্যপথ। নৌ চলাচলের স্বাধীনতা ও ব্যবসা-বাণিজ্যের অধিকার খর্ব হচ্ছে। নাবিকদের প্রাণ সংশয় রয়েছে। সকলকে একসঙ্গে এই বিষয়ে কাজ করতে হবে। বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা সমাধানে সহযোগিতার জন্য কোয়াড গঠন করা হয়েছে। আগামিদিনেও আমরা এই লক্ষ্যে কাজ করব। বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করব।’ 

[আরও পড়ুন: ভারতের প্রশংসায় পঞ্চমুখ মুইজ্জু, সাঁড়াশি চাপে পড়েই কি অবস্থান বদল?

এই যৌথ বিবৃতিতে জোর দেওয়া হয়েছে বিভিন্ন দেশের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানো ও রাজনৈতিক স্বাধীনতা বজায় রাখার গুরুত্বের উপর। একে ওপরের বিরুদ্ধে বাহিনী দ্বারা ভীতিপ্রদর্শন করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে বিবৃতিটিতে। এছাড়া এ-ও জানানো হয়েছে যে, চলতি বছরে ভারতের নেতৃত্বে কোয়াড সম্মেলনের জন্য সকলে খুবই আগ্রহী। উল্লেখ্য, গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে হামলা তীব্র করেছে হাউথিরা। ইয়েমেনের সশস্ত্র সংগঠনটির তরফে জানানো হয়েছে, গাজায় প্যালেস্তিনীয়দের সমর্থনে এই হামলা চালানো হচ্ছে। ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের পক্ষে রয়েছে তারা। যতদিন না গাজায় ইজরায়েলি ফৌজ হামলা বন্ধ করছে ততদিন এই আক্রমণ চলবে। হাউথিদের পালটা জবাব দিচ্ছে আমেরিকা ও ব্রিটেনের যৌথ সেনাবাহিনী। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement