Advertisement
Advertisement
Gaza

শুক্রবার থেকেই যুদ্ধবিরতি গাজায়, দাবি কাতারের

দেড় মাস ধরে চলছে হামাস বনাম ইজরায়েল যুদ্ধ।

Qatar says Gaza ceasefire, hostage release to start Friday। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 23, 2023 9:23 pm
  • Updated:November 23, 2023 9:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দেড় মাস ধরে চলতে থাকা হামাস বনাম ইজরায়েল সংঘাতে চারদিনের জন্য ছেদ পড়তে চলেছে। কিন্তু কবে থেকে শুরু হবে যুদ্ধবিরতি? কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের দাবি, শুক্রবার থেকেই শুরু হবে যুদ্ধবিরতি। স্থানীয় সময় ৭টা তথা ভারতীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে ইজরায়েল ও হামাসের (Hamas) মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে। স্থানীয় সময় ৪টে নাগাদ গাজা থেকে ১৩ জন পণবন্দিকে ছাড়বে হামাস।

উল্লেখ্য, গত দেড় মাস ধরে চলছে হামাস বনাম ইজরায়েল যুদ্ধ। কিন্তু এবার চারদিনের জন্য ছেদ পড়তে চলেছে এই সংঘাতে। বুধবার সকালে ইজরায়েলের (Israel) ক্যাবিনেটে ভোটাভুটির মাধ্যমে ঠিক হয় ৫০ জন পণবন্দিকে মুক্তি দেওয়ার হামাসের প্রস্তাব মেনে চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। পাশাপাশি ইজরায়েলও তাদের হাতে বন্দি ১৫০ প্যালেস্তিনীয়কে মুক্তি দেবে।

Advertisement

[আরও পড়ুন: করোনার পর এবার ‘রহস্যজনক’ নিউমোনিয়া! নয়া আতঙ্কে কাঁপছে চিন, সতর্ক করল WHO]

তবে এই যুদ্ধবিরতি নিতান্তই সাময়িক। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলার সময় সিঙ্গাপুরের মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো জেমস ডোর্সে জানাচ্ছেন, ”আমার ধারণা, ইজরায়েল এখনই যুদ্ধ থামাতে রাজি নয়।” তাঁর মতে, এটা সবে প্রথম ধাপ। দীর্ঘকালীন শান্তি এখনও গাজা থেকে বহু দূরে। একই কথা বলতে দেখা গিয়েছে খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোনে বলেছেন, ”লড়াই কিন্তু চলবে। যতক্ষণ না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছচ্ছি, তখন লড়াই চলবে।”

[আরও পড়ুন: ‘রাজ্য, কেন্দ্র দুই সরকারের এজেন্সির বিরুদ্ধেই লড়াই চলছে’, সোশাল মিডিয়া পোস্ট কুণালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement