Advertisement
Advertisement

Breaking News

PV Sindhu

টিম কুকের সঙ্গে সিন্ধুর ছবি, অলিম্পিক পদকজয়ীর সঙ্গে ব্যাডমিন্টন খেলতে চান অ্যাপল CEO

নেটদুনিয়ায় ভাইরাল এই ছবি।

PV Sindhu shares picture with Apple CEO Tim Cook | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 13, 2023 5:00 pm
  • Updated:September 13, 2023 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাপল (Apple) সিইও টিম কুকের (Tim Cook) সঙ্গে এক ফ্রেমে দেখা গেল ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুকে (PV Sindhu)। আমেরিকায় অ্যাপলের একটি অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন ব্যাডমিন্টন তারকাও। অনুষ্ঠান শেষে টিম কুকের সঙ্গে একটি ছবি তোলেন অলিম্পিকে রুপোজয়ী। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে সিন্ধু জানিয়েছেন, টিম কুকের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে চান তিনি।

দীর্ঘ প্রতীক্ষার শেষে বেশ কয়েকটি আইফোন ও অ্যাপল ঘড়ি বাজারে এনেছে টেক সংস্থাটি। গত মঙ্গলবার মার্কিন মুলুকে অ্যাপলের কুপারটিনো হেড কোয়ার্টারেই প্রকাশ্যে আনা হয় নতুন প্রোডাক্টগুলো। সেখানেই দুনিয়ার নানা তারকাকে আমন্ত্রণ জানানো হয়। তাঁদের উপস্থিতিতেই প্রকাশ্যে আনা হয় নতুন প্রোডাক্ট।

Advertisement

[আরও পড়ুন: ‘ED-CBI আমার পার্টির লোককে যেদিন ধরবে, খুশি হব’, রূপার মন্তব্যকেই হাতিয়ার তৃণমূলের]

অনুষ্ঠানের পরেই কুকের সঙ্গে একটি ছবি তুলে পোস্ট করেন পিভি সিন্ধু। অলিম্পিকে জোড়া পদকজয়ীর সঙ্গে অ্যাপল সিইওর ছবি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ছবি পোস্ট করে সিন্ধু লেখেন, “এই বিশেষ দিনে টিম কুকের সঙ্গে সাক্ষাৎ করেছি। এই মুহূর্তটা ভোলার নয়। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য টিমকে ধন্যবাদ। আপনার সঙ্গে অ্যাপল পার্ক ঘুরে দেখে খুবই ভালো লাগল।”

সিন্ধুর ইনস্টাগ্রামের এই ছবি থেকেই জানা গিয়েছে, পরের বার ভারতে এসে তাঁর সঙ্গে ব্যাডমিন্টন খেলার আবদার জানিয়েছেন টিম কুক। সেই আবদারে সায়ও দিয়েছেন ব্যাডমিন্টন তারকা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “পরের বার তুমি যখন ভারতে আসবে, তখন নিশ্চয় একসঙ্গে ব্যাডমিন্টন খেলব।” এই ছবি প্রকাশ্যে আসতেই হু হু করে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

[আরও পড়ুন: টেমসের মতো গঙ্গার পাড় সাজাবে রাজ্য, জলে নামবে দূষণহীন আধুনিক জলযান]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement