Advertisement
Advertisement
Putin

‘রাশিয়া নিজের জায়গায় স্থির, পশ্চিমী শক্তিই ব্যর্থ’, এসসিও বৈঠকে গর্জে উঠলেন পুতিন

চাপের মধ্যেও মস্কো অনড়, দাবি রুশ প্রেসিডেন্টের।

Putin says sanctions making Russia stronger at SCO summit। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 4, 2023 7:27 pm
  • Updated:July 4, 2023 7:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর প্রতাপ কমছে, দুর্বল হচ্ছে নেতৃত্বের ক্ষমতা। রুশ প্রেসিডেন্টকে জেলেনস্কির এমন এমনই কটাক্ষের পরপরই এসসিও বৈঠকে গর্জে উঠলেন পুতিন। জানিয়ে দিলেন, ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে পশ্চিমী দেশগুলির চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞার বিরোধিতা করে যাবে মস্কো।

সদ্য ভাড়াটে সেনার ‘অভ্যুত্থান’ ঘিরে নতুন করে সমস্যায় পড়তে হয়েছিল পুতিনকে। যদিও বেলারুশের হস্তক্ষেপে সেই বিদ্রোহ দমন করা গিয়েছে। ওই ঘটনার পর এই প্রথম আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য রাখতে দেখা গেল পুতিনকে। মঙ্গলবার ভারচুয়ালি এসসিও বৈঠকে যোগ দেন তিনি। সেখানেই তাঁকে বলতে শোনা গেল, ”রাশিয়া নিজের জায়গায় স্থির। পশ্চিমী শক্তিই ব্যর্থ।”

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপে এই স্পিনারকে দলে চাইছেন সৌরভ, কার কথা বলছেন দেশের প্রাক্তন অধিনায়ক?]

তাঁর অভিযোগ, পশ্চিমী দেশগুলি প্রতিবেশী দেশকে মদত জুগিয়ে ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে রাশিয়াকে কোণঠাসা করতে চেয়েছে। কিন্তু চাপের মধ্যেও রাশিয়া (Russia) অনড় রয়েছে তা তিনি জানিয়ে দেন এসসিও বৈঠকে উপস্থিত দেশগুলিকে। পাশাপাশি পুতিন বলেন, ”আমি এসসিও সদস্য দেশগুলিকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সমর্থন করার জন্য।”

উল্লেখ্য,ভারচুয়াল মাধ্যমে আয়োজিত এই সম্মেলনে যোগ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif), চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)।

[আরও পড়ুন: যুদ্ধ কেড়েছে শৈশব! রাশিয়ায় ‘আটকে’ ৭ লক্ষ ইউক্রেনীয় শিশু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement