Advertisement
Advertisement

অস্ট্রেলিয়ায় পুড়িয়ে হত্যা পাঞ্জাবি যুবককে

এই ঘটনা যে জাতিবিদ্বেষজনিত নয়, তা স্পষ্ট করে জানিয়েছে অষ্ট্রেলিয়ার পুলিশ৷

Punjabi Bus Driver Burnt Alive in Australia
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 28, 2016 5:15 pm
  • Updated:October 28, 2016 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অস্ট্রেলিয়ার মাটিতে প্রাণ গেল এক ভারতীয় বংশোদ্ভূতর৷ পাঞ্জাবি ওই বাস চালককে পুড়িয়ে মারা হল৷ ভয়ে বসে দেখল বাসভর্তি যাত্রী৷ কেউই তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি৷

আলিশার মনমিত নামে ওই যুবক ব্রিসবেনে বাস চালক ছিলেন৷ তবে তাঁর জনপ্রিয়তা ছিল অন্য কারণে৷ বছর ২৯-এর যুবকটি গান গাইতেন চমৎকার৷ ব্রিসবেনের পাঞ্জাবি বসবাসকারীদের মধ্যে তিনি এ কারণে বেশ জনপ্রিয় ছিলেন৷ সে দেশের পুলিশ জানাচ্ছে, কী কারণে এই হত্যা তা এখনও স্পষ্ট নয়৷ জানা যাচ্ছে, এক ব্যক্তি আচমকাই চালকের দিকে দাহ্য পদার্থ ছোঁড়ে৷ ফলে আগুন লেগে যায় আলিশারের শরীরে৷ বাসের বাকি যাত্রীরা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন৷ তবে আগুন বাসের ভিতরে পৌঁছয়নি, ফলে কোনও যাত্রীর ক্ষতি হয়নি৷ ঘটনায় এক প্রৌঢ়কে গ্রেফতারও করা হয়েছে৷ তবে এই ঘটনা যে জাতিবিদ্বেষজনিত নয়, তা স্পষ্ট করে জানিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement