Advertisement
Advertisement
Corona Vaccine

অ্যাস্ট্রাজেনেকার এক ডোজ টিকা করোনায় মৃত্যুর ঝুঁকি কমাতে পারে ৮০%, দাবি গবেষণায়

এই গবেষণার ফল ভারতেও আশার আলো দেখাচ্ছে।

Public Health England claim that one shot of AstraZeneca COVID-19 vaccine results in 80% less risk of death from Coronavirus । Sangbad Pratidin
Published by: Arupkanti Bera
  • Posted:May 11, 2021 2:01 pm
  • Updated:May 11, 2021 2:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাবলিক হেলথ ইংল্যান্ড নামে এক সংস্থার দাবি, গবেষণায় দেখা গিয়েছে অ্যাস্ট্রাজেনেকার (AstraZeneca ) একটি মাত্র ডোজেই করোনায় (Corona) মৃত্যুর হার প্রায় ৮০ শতাংশ কমিয়ে দেয়। সোমবার এমনই দাবি করেছে পাবলিক হেলথ ইংল্যান্ড নামের ওই সংস্থাটি। 

শুধু তাই নয়, এই সংস্থা আরও দাবি করেছে ফাইজারের টিকার দ্বিতীয় ডোজে মৃত্যুর আশঙ্কা প্রায় ৯৭ শতাংশ কমিয়ে দেয়। গবেষণায় দেখা গিয়েছে, ফাইজারের (Pfizer-BioNTech) এক ডোজেও মৃত্যুর হার ৮০ শতাংশ কমে যায় আর দ্বিতীয় ডোজের পর তা ৯৭ শতাংশে পৌঁছে যায়। অর্থাৎ দ্বিতীয় ডোজ নেওয়ার পর মৃত্যুর আশংকা থাকে না বললেই চলে। পাবলিক হেলথ ইংল্যান্ডের তরফে দাবি করা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার পর মৃত্যুর হার সংক্রান্ত এই তথ্য একদম বাস্তবের জমি থেকে তুলে আনা হয়েছে। অর্থাৎ টিকা নেওয়া এবং না নেওয়া সাধারণ মানুষের উপর সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে বলে দাবি।

Advertisement

করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকার কারণে ইল্যান্ডে লকডাউনের কড়াকড়ি অনেকটা শিথিল করা হয়েছে। সোমবারই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বে একটি বৈঠক হয়। তার পরই এই সিদ্ধান্তের কথা জাননো হয়েছে।

পাবলিক হেলথ ইংল্যান্ডের তরফে আরও দাবি করা হয়েছে, ফাইজারের টিকার দু’টি ডোজের পর ৮০ বছর বয়সিদের ক্ষেত্রে দেখা গিয়েছে, তাঁদের হাসপাতালে ভরতি হওয়ার আশংকাও প্রায় ৯৩ শতাংশ কমে যায়।

[আরও পড়ুন: করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে জরুরি জোড়া মাস্ক, কীভাবে পরবেন? জানাল কেন্দ্র]

ইংল্যান্ডে বেশির ভাগ মানুষকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে। সেই টিকার ফলাফল যখন আশাপ্রদ, তখন আশার আলো দেখা যাচ্ছে ভারতেও। কারণ অ্যাস্ট্রাজেনেকার এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই টিকার আবিষ্কার করেছে। সেই ফর্মুলা থেকেই ভারতে টিকা তৈরি করছে সেরাম ইনস্টিটিউট। ফলে ভারতেও এই টিকার প্রয়োগের ফলে মৃত্যুর হার অনেকটা কমিয়ে দেওয়া যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: ‘বিচারবিভাগীয় হস্তক্ষেপ কাম্য নয়’, টিকা নীতি নিয়ে সুপ্রিম কোর্টে বয়ান কেন্দ্রের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement