সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ‘ইউনিভার্সিটি অফ জেহাদ’ নাম পরিচিত একটি মাদ্রাসাকে ৩০০ মিলিয়ন টাকার অনুদানের আশ্বাস দিলেন প্রদেশের তথ্যমন্ত্রী৷ চলতি সপ্তাহে খাইবার পাখতুনখোয়া বিধানসভায় দাঁড়িয়ে শাহ ফরমান ঘোষণা করেন, ‘দারুল উলুম হাক্কানিয়া নওশেরা’ মাদ্রাসার বার্ষিক খরচ মেটানোর জন্য ৩০০ মিলিয়ন টাকার অনুদান দিতে পেরে আমি গর্বিত৷”
ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সদস্য শাহ ফরমান৷ তিনি জানিয়েছেন, তেহরিক-ই-ইনসাফ সরকার খাইবার পাখতুনখোয়া প্রদেশে কোনও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে নিশানা করবে না, বরং তাদের মোটা অনুদান দেবে৷ নওশেরা জেলার ওই মাদ্রাসারই প্রাক্তনী মোল্লা ওমর-সহ কয়েকজন শীর্ষ আফগান তালিবান নেতা৷ হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানি, ভারতীয় উপমহাদেশের আল কায়দা নেতা অসীম উমর, গত মাসে মার্কিন ড্রোন হামলায় নিহত আফগান-তালিবান নেতা মোল্লা আখতার মনসুর-এরা সবাই ওই মাদ্রাসার প্রাক্তনী৷
এরকম একটি ‘কুখ্যাত’ মাদ্রাসাকে ওই বিপুল পরিমাণ আর্থিক সাহায্য দেওয়ার কারণ জানতে চাইলে প্রদেশের ধর্মমন্ত্রী হাবিবুর রহমান বলেন, “মুখ্যমন্ত্রী পারভেজ খাট্টাক হাক্কানিয়া মাদ্রাসাকে এই টাকা অনুদান দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন৷” তাঁর দাবি, হাক্কানিয়া পাকিস্তানের অন্যতম প্রাচীন ও বৃহত্তম মাদ্রাসা| তাই ৩০০ মিলিয়ন টাকা অনুদান পাওয়ার যোগ্য৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.