Advertisement
Advertisement
Sri Lanka

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনে লুকনো লক্ষ লক্ষ টাকা! বিক্ষোভকারীদের নোট গোনার ভিডিও ভাইরাল

দু'দিনে চার মন্ত্রীর পদত্যাগ।

Protesters Say They Found Millions At President's Residence in Sri Lanka | Sangbad Pratidin

ছবি সৌজন্যে: এএফপি

Published by: Kishore Ghosh
  • Posted:July 10, 2022 3:52 pm
  • Updated:July 10, 2022 4:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটা ডেস্ক: শ্রীলঙ্কার (Sri Lanka) আজকের ভয়াবহ পরিস্থিতির কারণ অর্থাভাব। অথচ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের (Gotabaya Rajapaksa) প্রাসাদে নাকি লুকনো কোটি কোটি টাকা। এত টাকা যে গুনে শেষ করা যাচ্ছে না। এমন চাঞ্চল্যকর দাবি করল দ্বীপরাষ্ট্রের সরকার বিরোধী বিক্ষোভকারীরা। গতকালই রাষ্ট্রপতির বাসভবনে হামলা করেছিল বিক্ষোভকারীরা। তারাই ওই টাকা উদ্ধার করে বলে দাবি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে প্রাসাদে লুকিয়ে রাখা টাকা গুনছেন এক বিক্ষোভকারী।

শ্রীলঙ্কার মোট বৈদেশিক ঋণের পরিমাণ পৌঁছেছে ৫১ বিলিয়ন মার্কিন ডলারে। সাম্প্রতিক আর্থিক সংকটের পর বিশ্বব্যাংক ছাড়াও ভারত-সহ একাধিক দেশ থেকে নতুন করে ঋণ নিয়েছে সেদেশের সরকার। যদিও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। তীব্র হয়েছে খাদ্য সংকট। জ্বালানি, বিদ্যুতের অভাবে ধুঁকছে গোটা দেশ। এই অবস্থায় সরকার বিরোধী লাগাতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে (Mahinda Rajapaksa) পদত্যাগ করতে বাধ্য হন। উল্লেখ্য, রাষ্ট্রপতি গোতাবায়ার বড় দাদা মাহিন্দা।

Advertisement

[আরও পড়ুন: আমেরিকা-নরওয়ের পর দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হানা, এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ১৪ জনের]

যদিও প্রধানমন্ত্রীর পদত্যাগের পরেও উত্তাপের আঁচ প্রশমিত হয়নি। শনিবার কলম্বোর রাজপথে হাজার হাজার মানুষের প্রতিবাদ-বিক্ষোভের ধাক্কায় নতুন করে উত্তেজনা ছড়ায়। এমনকী বিক্ষোভকারীরা ঢুকে পড়ে রাষ্ট্রপতি ভবনে। বেগতিক দেখে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া। তিনি কি শ্রীলঙ্কা ছেড়ে পালিয়েছেন? হাজারও জল্পনা ছড়িয়েছে। গতকালই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, রাষ্ট্রপতির প্রাসাদের আনাচ কানাচে বিক্ষোভকারীরা। তাঁরা সুইমিংপুলে নেমে স্নানও করেন। সেই সময়ই প্রাসাদ থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। শ্রীলঙ্কার স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, উদ্ধার হওয়া টাকা নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে। ঠিক কত টাকা উদ্ধার হয়েছে, তার হিসাব অবশ্য মেলেনি।

[আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ভয়াবহ অবস্থা পাকিস্তানে, ৪৮ ঘণ্টায় প্রাণ গেল অন্তত ৭০ জনের]

বিক্ষোভকারীদের টাকা গোনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরেই প্রশ্ন ওঠে, যখন গোটা দেশ অর্থাভাবে ধুঁকছে, বিদেশের কাছে নতুন করে হাত পাততে হচ্ছে সরকারকে। তখন রাষ্ট্রপতির বাড়িতে এত টাকা কী করে থাকে। বস্তুত প্রাসাদের বৈভব, এলাহি বিলাসের ব্যবস্থা দেখেও মাথা ঘুরে গিয়েছে আমজনতার।

এদিকে রাষ্ট্রপতি বর্তমানে কোথায় রয়েছেন তা জানা না গেলেও তিনি বুধবার পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। এরপর শ্রীলঙ্কার বর্তমান সরকারের আরও দুই মন্ত্রী পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। এই নিয়ে গত দু’ দিনে চারজন মন্ত্রী পদত্যাগ করলেন। প্রধানমন্ত্রী আগেই পদত্যাগ করেছিলেন, এবার রাষ্ট্রপতিও পদত্যাগ করলে দ্বীপরাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবেন সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা, এমনটাই জানা গিয়েছে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement