Advertisement
Advertisement
Sri Lanka

ক্ষমতায় এসেই কঠোর রনিল, গভীর রাতে বিক্ষোভকারীদের ক্যাম্প গুঁড়িয়ে দিল শ্রীলঙ্কার সেনা

সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল।

Protest camps raided, removed as new Sri Lanka President takes over
Published by: Monishankar Choudhury
  • Posted:July 22, 2022 2:07 pm
  • Updated:July 22, 2022 2:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এহেন পরিস্থিতিতে দেশের রাশ ধরেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। ক্ষমতায় এসেই সেনাবাহিনীকে কঠোর হাতে বিক্ষোভ নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছিলেন রনিল। তার কয়েক ঘণ্টা পরেই কলম্বোয় আন্দোলনকারীদের ক্যাম্প গুঁড়িয়ে দিল শ্রীলঙ্কার সেনাবাহিনী।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার কলম্বোর গল ফেসে শ্রীলঙ্কা সেনা অভিযান চালায়। সেখানেই সরকারবিরোধী আন্দোলনকারীদের প্রধান ঘাঁটি রয়েছে। ইতিমধ্যে সেনা অভিযানের বেশকিছু ভিডিও সে দেশের সংবাদমাধ্যম প্রচার করেছে। দেখা যাচ্ছে, রাজধানী শহরের গল ফেস অঞ্চলে অবস্থানকারীদের ব্যারিকেড ভেঙে দিচ্ছে সেনা। উপড়ে ফেলা হচ্ছে তাঁদের তাঁবুগুলি। বিক্ষোভকারীদের সঙ্গে সেনার সংঘর্ষের ভিডিও দেখা যাচ্ছে। বলে রাখা ভাল, ‘গো হোম গোতা’ আন্দোলনে কেঁপে উঠেছে শ্রীলঙ্কা। জুলাইয়ের ৯ তারিখ তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রাসাদ দখল করএ নেয় বিক্ষোভকারীরা। জনরোষ এড়াতে দেশ ছেড়ে পালিতে যান রাজাপক্ষে। 

Advertisement

[আরও পড়ুন: পালাবদলের শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দীনেশ গুণবর্ধনে]

পূর্ববর্তী রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে ইস্তফা দেওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন রনিল (Ranil Wickeremesinghe)। বুধবার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। শ্রীলঙ্কার বিপর্যয়ের কারণে জনতা দায়ী করেছিল তাঁকেও। ক্রমশ জোরাল হচ্ছে রনিলের পদত্যাগের দাবিও। এদিকে, বিক্ষোভকারীদের সরকারি ভবন ছেড়ে দেওয়ার আরজি জানিয়েছেন রনিল। এর অন্যথায় কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর কথায়, “আপনারা যদি সরকার ফেলতে চান বা প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর অফিস দখল করতে চান, সেটা বেআইনি।”

উল্লেখ্য, চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখে শ্রীলঙ্কা। ধুঁকছে দ্বীপরাষ্ট্রের অর্থনীতি। এমন পরিস্থিতিতে কাজ হারানোর মুখে হাজার হাজার বয়নশিল্পীরা। যাদের অধিকাংশই মহিলা। পরিবারের খরচ চালাতে, সন্তানদের লালন পালন করতে বেছে নিচ্ছেন অন্য পেশা। বাধ্য হয়ে নাম লেখাচ্ছেন দেহ ব্যবসায়। স্থানীয় সংবাদমাধ্যমের একাধিক রিপোর্ট বলছে, শ্রীলঙ্কার মুদির দোকান থেকে সাধারণ সামগ্রী কিনতে ‘যৌনদাসী’ হিসেবে তুলে ধরছেন মহিলারা। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে শরীর বিক্রি করছেন তাঁরা।

[আরও পড়ুন: ঋষি নন, ব্রিটেনের মসনদে লিজ ট্রাসই! ক্রমেই ব্যবধান বাড়াচ্ছেন বরিসপন্থী নেত্রী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement