Advertisement
Advertisement

সমাজকর্মীদের গ্রেপ্তারি ঘিরে উত্তপ্ত লাহোর, প্রশাসনের বিরুদ্ধে পথে পড়ুয়ারা

ভাইরাল পড়ুয়াদের বিক্ষোভের ভিডিও৷

Protest broke out in Lahore against the illegal arrest of Gilgit-Baltistan activists
Published by: Tanujit Das
  • Posted:September 16, 2018 2:57 pm
  • Updated:September 16, 2018 2:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিলগিট-বালতিস্তানের দু’জন ও পিওকে-র একজন সমাজকর্মীকে বেআইনি ভাবে গ্রেপ্তার করার অভিযোগে উত্তপ্ত পাকিস্তান৷ প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং আওয়ামি লিগের সদস্যরা৷ লাহোরের রাস্তায় নেমেছেন কয়েকশো পড়ুয়া এবং পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট-বালতিস্তানে প্রতিবাদ দেখাল আওয়ামি লিগ৷ দেশবিরোধী ও প্রশাসন বিরোধী স্লোগানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে৷ মিথ্যা অভিযোগে ধৃত সমাজকর্মীদের শীঘ্রই মুক্তির দাবি তুলেছেন আন্দোলনকারীরা৷

[চিনের দিকে ধেয়ে আসছে বিধ্বংসী টাইফুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা]

Advertisement

জানা গিয়েছে, গত ১৫ সেপ্টেম্বর গিলগিট-বালতিস্তান থেকে গ্রেপ্তার করা হয় সমাজকর্মী আসিফ নাজি ও শাব্বির মায়ারকে এবং পিওকে থেকে গ্রেপ্তার করা হয় বাবা জানকে৷ তাঁদের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধিতার মামলা ও সন্ত্রাসবিরোধী মামলা দায়ের করে পাক সেনা৷ যাকে বিরোধীরা ‘ড্রাকোনিয়ান আইন’ বলেন৷ জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীর, গিলগিট-বালতিস্তানে দীর্ঘদিন ধরেই পাক সরকারের বিরুদ্ধে মানুষজনকে সংগঠিত করার কাজ করে আসছেন তাঁরা৷ এই অঞ্চলগুলির মানুষের উপরে রাওয়ালপিণ্ডির নির্দেশে পাক সেনা যে অত্যাচার চালাচ্ছে তা নিয়ে সরব হতে দেখা গিয়েছে এঁদের৷ নির্মীয়মাণ চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর যে ওই অঞ্চলের মানুষদের সবদিক থেকে ক্ষতিগ্রস্ত করছে, তাও আন্তর্জাতিক মহলে তুলে ধরেছেন তাঁরা৷

[দেশ চালানোর টাকা নেই! চরম বেকারত্ব সমস্যায় ভুগছে পাকিস্তান]

উল্লেখ্য, ২০১৫-তে স্বাক্ষর হওয়া মউয়ের ভিত্তিতে চিন-পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক করিডর বা সিপিইসি নির্মাণকার্য শুরু হয়েছে৷ চিনের প্রস্তাবিত ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ নীতির উপর ভিত্তি করে, তাদের অর্থ সাহায্যেই এই করিডর তৈরি হচ্ছে৷ পাকিস্তানের গদর পোর্ট থেকে চিনের শিনজিং প্রদেশ পর্যন্ত মোট ২,০০০ কিলোমিটার দীর্ঘ এই পথটি তৈরি করা হচ্ছে৷ এই করিডর নিয়ে প্রথম থেকেই বিক্ষোভ প্রদর্শন করে আসছেন বালোচিস্তান-সহ গিলগিট-বালতিস্তান ও পিওকে-র নাগরিকরা৷ অভিযোগ, পেশিশক্তির জোরে তাঁদের বাসভূমি কেড়ে নিয়ে এই করিডর তৈরি করছে পাকিস্তান৷ যাতে পূর্ণ মদত দিচ্ছে চিন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement