Advertisement
Advertisement
Prostitute beats a man

যৌনতার বিনিময়ে সিদ্ধ ডিম, যৌনকর্মীর মার খদ্দেরকে

রক্তাক্ত অবস্থায় যুবকটির বক্তব্য, মারার কী দরকার ছিল, স্রেফ না বললেই পারত!

Prostitute beats a man for using a boiled egg to pay for sex - Zimbabwe
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 22, 2016 8:40 pm
  • Updated:June 7, 2019 6:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে পয়সা নেই৷ কিন্তু শরীরে কামনা ষোলআনা৷ আর তা মেটাতে এক যুবক যা করল তা নজিরবিহীন৷ একখানা সিদ্ধ ডিমের বদলে যৌনতার দাবি করল এক পতিতার কাছে৷ বিনিময়ে ফিরতে হল ধোলাই খেয়ে৷

গোড়া থেকেই ওই যৌনকর্মীর সঙ্গে যুবকটি অভব্যতা করে বলে অভিযোগ৷ প্রথমে তাঁর অন্তর্বাস ধরে টানাটানি করে৷cx1acw6xaaahvg3 শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে থাকে, যুবকটির ব্যবহারে গোড়া থেকেই অসন্তুষ্ট ছিলেন ওই পতিতা৷ নিজের পেশার প্রতি সম্মান ছিল তাঁর৷ যুবকটির কাছে যে টাকাপয়সা নেই তা আঁচ করতে পেরেছিলেন তিনি৷ যুবকটি যৌনতার প্রস্তাব রাখলে দর হাঁকেন তিনি৷ আর বিনিময়ে একটি মাত্র সিদ্ধ ডিম দিতে চায় যুবকটি৷ কেননা হাতে থাকা শেষ টাকা দিয়ে সে দুটি ডিম কিনেছিল৷ একটি খেয়ে ফেলেছিল৷

Advertisement

cx1aconxeaa7lw7

বাকি একটি দিয়েই যৌনতা খরিদ করতে চেয়েছিল৷ যুবকের এ প্রস্তাব শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পতিতা৷ হাতে ধরা বিয়ারের বোতল দিয়ে মাথায় মারেন যুবকটির৷ রক্তাক্ত অবস্থায় যুবকটির বক্তব্য, মারার কী দরকার ছিল, স্রেফ না বললেই পারত! জিম্বাবোয়ের এ ঘটনা নেটদুনিয়ায় হাসির খোরাক হলেও, আসলে সে দেশের অর্থনীতির করুণ হালটিই তুলে ধরেছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement