Advertisement
Advertisement
Probashe Durga Puja

Probashe Durga Puja: চোখধাঁধানো অনুষ্ঠান লন্ডনের মাটিতে, দেবীপক্ষে নৃত্য পরিবেশন ডোনা গঙ্গোপাধ্যায়ের

দীক্ষামঞ্জরীর 'মহিষাসুরমর্দিনী' নজর কাড়ল দর্শকদের।

Probashe Durga Puja: Dona Ganguly and her team performed 'Mahisashurmardini' at London's Nehru Centre
Published by: Sucheta Sengupta
  • Posted:October 19, 2023 5:46 pm
  • Updated:October 19, 2023 6:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনের (London) মাটিতে শারদোৎসবের সূচনালগ্নে মহিষাসুরমর্দিনী। খ্যাতনামা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly)নৃত্য পরিচালনায় পরিবেশিত হল মহিষাসুরমর্দিনী। সঙ্গীতে আনন্দ গুপ্তের পরিচালনায় দক্ষিণায়ন ইউকে-র শিল্পী এবং দীক্ষামঞ্জরীর শিল্পীরা অংশ নেন নৃত্যানুষ্ঠানে (Dance)। লন্ডনের নেহেরু সেন্টারে আয়োজিত অনুষ্ঠান দেখে আপ্লুত সেখানকার বাসিন্দারা।

Advertisement

দেবীপক্ষে মহিষাসুরমর্দিনী নিবেদনেই শারদোৎসবের আবহ সূচিত হল। গানের সঙ্গে বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর টিমের নাচের মেলবন্ধন ছিল নজরকাড়া। গানে অংশগ্রহণ করেন আনন্দ গুপ্তের সঙ্গীত পরিচালনায় দক্ষিণায়ন ইউকে-র শিল্পীরা রেডিওয় শোনা পরিচিত গানগুলো শোনা গেল মঞ্চে। তারই সঙ্গে নাচ পরিবেশন করলেন দীক্ষামঞ্জরীর শিল্পীরা।

[আরও পড়ুন: বাড়ল শব্দবাজির মাত্রা, এবার ১২৫ ডেসিবেল পর্যন্ত ছাড় দিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ]

এখন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও ডোনা গঙ্গোপাধ্যায় দুজনকেই অনেকটা সময় লন্ডনে কাটাতে হয় মেয়ে সানার পড়াশোনার জন্য। এতদিন ডোনার কাছে বিদেশের ছাত্রছাত্রীরা অনলাইনে (Online) শিখতেন। এখন তাঁরা সরাসরি এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে পারছেন। এতে খুবই খুশি তাঁরা।

ডোনা গঙ্গোপাধ্যায় জানান, “বেশ কিছু বছর হয়ে গেল, আমায় লন্ডন আর কলকাতা যাতায়াত করতে হয়। বাংলার সংস্কৃতি তথা ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, সংস্কৃতি বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার এই সুযোগ। দুর্গাপুজো ঠিক কী, তার পৌরাণিক কাহিনী এই পরিবেশনার মাধ্যমে আমরা সবার সামনে তুলে ধরতে পারি। দুর্গাপুজো এখন একটা গ্লোবাল সেলিব্রেশনের অংশ। তাই এতে আমরাও অংশগ্রহণ করলাম।”

[আরও পড়ুন: ‘গাজার হাসপাতালে হামলায় ইজরায়েল জড়িত নয়’, নেতানিয়াহুর পাশে দাঁড়াল আমেরিকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement