Advertisement
Advertisement

এবার ইসলামাবাদের রাস্তাতেও পড়ল ‘অখণ্ড ভারতে’র পোস্টার

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও৷

Pro-India posters pop up across Islamabad
Published by: Tanujit Das
  • Posted:August 7, 2019 1:23 pm
  • Updated:August 7, 2019 1:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীর ও আকসাই চিনকে ভারতের অবিচ্ছেদ্য বলে, মঙ্গলবারই হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ৷ আর তারপরই অখণ্ড ভারতের দাবিতে পাকিস্তানের রাস্তায় পড়ল পোস্টার৷ কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ ধারার বিলুপ্তি ঘটানোয় যখন ভারতের বিরুদ্ধে সরব পাকিস্তান, তখন নিজের ঘরে বেড়ে ওঠা বিপদের আঁচ করতে পারলেন না ইমরান খান৷ ‘মহাভারত’ নামাঙ্কিত ওই বিশেষ পোস্টারে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান, নেপাল, বাংলাদেশকে ভারতের অংশ হিসাবে দেখানো হয়েছে৷ এবং সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে শিব সেনা সাংসদ সঞ্জয় রাউতের একটি ঝাঁজাল মন্তব্য৷

[ আরও পড়ুন: দু’সপ্তাহে চতুর্থবার, ফের উত্তাপ ছড়িয়ে উড়ল কিমের জোড়া মিসাইল ]

Advertisement

জানা গিয়েছে, ইসলামাবাদের একাধিক রাস্তায় এই ধরনের পোস্টার দেখা গিয়েছে৷ যেখানে ম্যাপের মাধ্যমে দেখানো হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, বালোচিস্তান ও অধিকৃত কাশ্মীর-সহ নেপাল, ভুটান, মায়ানমার পুরোটাই ভারতের অংশ৷ অর্থাৎ বোঝানো হয়েছে পশ্চিমে ইরান সীমান্ত থেকে উত্তরে চিন সীমান্ত পুরোটা জুড়ে গড়ে উঠবে অখণ্ড ভারত৷ তৈরি হবে ‘মহাভারত’৷ এখানেই শেষ নয়, সঙ্গে রয়েছে ৩৭০ ধারা বাতিলের পর শিব সেনা নেতা সঞ্জয় রাউতের একটি ঝাঁজালো বক্তব্য৷ যেখানে সংসদে দাঁড়িয়ে তিনি বলছেন, ‘‘আজ আমরা জম্মু-কাশ্মীর আদায় করেছি৷ আগামিকাল আমরা বালোচিস্তান ও অধিকৃত কাশ্মীর দখল করব৷ এই সরকারের উপর আমাদের বিশ্বাস রয়েছে এবং আমরা অখণ্ড ভারতের স্বপ্ন সফল করবই৷’’ সূত্রের খবর, এই পোস্টার ঘিরেই এখন চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামাবাদে৷ কে বা কারা এই ধরনের পোস্টার লাগাল, সেই প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷

[ আরও পড়ুন: ‘আরও একটা পুলওয়ামা হবে’, পাক সংসদে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি ইমরানের ]

প্রসঙ্গত, মঙ্গলবার লোকসভায় জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পেশের পরই ভারতের অখণ্ডতা রক্ষার্থে হুঙ্কার ছাড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ কংগ্রেসকে একহাত নিয়ে তিনি বলেন, ‘‘ওই অঞ্চলের জন্য জীবন দিতে রাজি আছি৷ যখন আমি কাশ্মীরের কথা বলি, তখন সংবিধানে উল্লেখিত ভারতের সীমানাকে মাথায় রেখেই, কথা বলি৷ এবং অধিকৃত কাশ্মীর ও আকসাই চিনকে আমি ভারতের অংশ হিসাবেই দেখি৷ এবং জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবেই ভাবি৷’’ এরপরই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্যের ভিডিও৷ প্রশংসা করেন নেটিজেনরা৷ এবং তারপরই ইসলামাবাদের রাস্তায় দেখা অখণ্ড ভারতের পোস্টার৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement