সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটেনে কি শেষের পথে রাজা চার্লসের রাজত্বকাল? এবার যুবরাজ ও যুবরানির তকমা ছেড়ে কি রাজা-রানি হয়ে উঠবেন উইলিয়াম আর কেট? বাকিংহাম প্যালেসে পালাবদলের সময় আসন্ন? এমনই সব প্রশ্ন ঘোরাফেরা করছে ইংল্যান্ডের রাজপথ থেকে অলিগলিতে। কান পাতলে গুঞ্জন, প্রিন্স ও প্রিন্সেস অফ ওয়েলস নাকি সময়ের ঢের আগেই রাজা, রানি হয়ে ওঠার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। নিজেদের তৈরি করছেন রাজ সিংহাসনে বসার উপযুক্ত হিসেবে। কারণ কী? আরও শোনা যাচ্ছে, রাজা চার্লসের যা শারীরিক অবস্থা, তাতে সমস্ত দায়িত্ব তিনি পালন করতে পারছেন না। সেসব কাজে সাহায্য করতে দ্রুতই ভবিষ্যতের ‘রাজা’কে এখন থেকে তৈরি করা হচ্ছে বলে খবর। রাজপরিবারের ব্যক্তিগত এক সূত্রে এই খবর শোনা গিয়েছে। আর তা নিয়ে এখন জোর চর্চা বিলেতে।
৭৬ বছর বয়সি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ২০২১ সালের সেপ্টেম্বরে রাজসিংহাসনে বসেন। প্রিন্স থেকে কিং হওয়ার পর কেটে গিয়েছে দুবছর। তবে গত বছর তাঁর ক্যানসার ধরা পড়ে। এনিয়ে বাকিংহাম প্যালেসের তরফে যথেষ্ট গোপনীয়তা অবলম্বন করা হলেও খবর ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে নিয়মিত চিকিৎসার মধ্যে রয়েছেন তিনি। শারীরিক অবস্থার কখনও কখনও অবনতি হয়। তখন হাসপাতালে ভর্তি করা হয় চার্লসকে। বাকি সময়টা বাড়িতেই চিকিৎসা চলছে। রাজপরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ স্যালি বেডেল স্মিথ জানিয়েছেন, এই মুহূর্তে রাজার যা অবস্থা, তাতে সমস্ত দায়িত্ব সামলানো সম্ভব হচ্ছে না। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার জীবনীকার স্মিথ জানিয়েছেন, দৃঢ় মনোভাব নিয়ে রাজা সমস্ত কাজ করে চলেছেন। কিন্তু তাঁকে তো নিজের সীমাবদ্ধতাটাও বুঝতে হবে। তাই উইলিয়ামকে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে। তিনি এবং কেট সেই প্রস্তুতি নিচ্ছেন।”
প্রিন্স উইলিয়াম নিজেও সম্ভবত তা বুঝতে পারছেন। গত সপ্তাহে প্যারিসে নোতর দাম গির্জার পুনরুদ্বোধনে ব্রিটিশ পরিবারের তরফে সেখানে হাজির ছিলেন প্রিন্স অফ ওয়েলস। তাঁর সঙ্গে আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছুক্ষণ কথাও হয়। ট্রাম্প তাঁর প্রশংসা করে পিঠ চাপড়ে বলেছিলেন ‘ভালো ছেলে।’ এভাবেই সম্ভবত নিজেকে পরবর্তী রাজা হিসেবে প্রস্তুত করে তুলছেন চার্লস-ডায়নার জ্যেষ্ঠ পুত্র। অন্যদিকে, যুবরানি কেট মিডলটনেরও ক্যানসার হয়েছিল। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। নিজের শারীরিক অসুস্থতার খবরাখবর নিয়মিত সংবাদমাধ্যমে শেয়ার করতেন। তবে এই মুহূর্তে কেট ভালো আছেন। ফলে রানি হওয়ার প্রস্তুতি নিতে তাঁর সমস্যা নেই। ফলে জোরকদমেই চলছে উইলিয়াম-কেটের মহড়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.