Advertisement
Advertisement

Breaking News

Prince Harry

বিতর্কের মাঝেই রাজপরিবারে ফিরবেন হ্যারি, চার্লসের অভিষেকের আগেই মিটবে দূরত্ব

মাত্র একদিনেই বেস্টসেলারের তকমা পেয়েছে হ্যারির আত্মজীবনী।

Prince Harry might reconcile with Royal Family ahead of King Charles Coronation | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:January 15, 2023 1:37 pm
  • Updated:January 15, 2023 1:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজপরিবারের একাধিক গোপন তথ্য ফাঁস করে হইচই ফেলে দিয়েছে ব্রিটিশ রাজকুমার হ্যারির (Prince Harry) আত্মজীবনী স্পেয়ার। ব্রিটিশ বই বিক্রির একাধিক রেকর্ড ভেঙে বেস্টসেলার তকমাও পেয়েছে সদ্যপ্রকাশিত আত্মজীবনীটি। কিভাবে বরাবর বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছিল ব্রিটিশ রাজপরিবারের ছোট রাজকুমারকে, বারবার সেই কথা উঠে এসেছে সদ্যপ্রকাশিত বইতে। তবে হাজারো মন কষাকষি মিটিয়ে ফের রাজপরিবারে ফিরতে চলেছেন হ্যারি। সূত্র মারফত জানা গিয়েছে, রাজা হিসাবে তৃতীয় চার্লসের (King Charles III) অভিষেকের আগেই সমস্ত বিরোধ মিটিয়ে ফিরে আসবেন হ্যারি। সিংহাসনে অভিষেকের আগে হ্যারি ও তাঁর স্ত্রী মেগানের সঙ্গে আলাদা করে বৈঠকে বসবেন রাজা তৃতীয় চার্লস, এমনটাও শোনা গিয়েছে।

ব্রিটিশ রাজপরিবারের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, দুই তরফেই বরফ গলার ইঙ্গিত মিলেছে। এক সাক্ষাৎকারে ওই ব্যক্তি জানিয়েছেন, “একই ঘরে বসে রাজা চার্লস ও উইলিয়ামের সঙ্গে কথা বলা দরকার হ্যারির। রাজপরিবারের কয়েকজন সদস্য রয়েছেন যাঁদের সঙ্গে হ্যারির ঘনিষ্ঠতা রয়েছে। আলোচনার সময়ে তাঁরাও উপস্থিত থাকবেন।” সূত্র মারফত জানা গিয়েছে, হ্যারিকে বোঝানো হবে, তাঁর যন্ত্রণার কথা উপলব্ধি করেছে রাজপরিবার।

Advertisement

[আরও পড়ুন: ৩০ দিনে চিনে করোনার বলি ৬০ হাজার! চাঞ্চল্যকর তথ্যে বাড়ছে উদ্বেগ]

হ্যারির আত্মজীবনী নিয়ে রাজপরিবারের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে ঘনিষ্ঠমহলে এই বই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন রাজকুমার উইলিয়াম (Prince William)। তিনি মনে করছেন, গোপন তথ্য প্রকাশ করে রাজপরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন হ্যারি। উইলিয়ামের মতে, রাজপরিবারের তরফে হয়তো হ্যারির সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। কিন্তু হ্যারির দিক থেকেও আঘাত পেয়েছেন রাজপরিবারের একাধিক সদস্য। পুরো বিষয়টি বুঝিয়ে বলার ক্ষমতা হ্যারির নেই বলেই মনে করেন উইলিয়াম।

অন্যদিকে, হ্যারির আত্মজীবনী প্রকাশিত হওয়ার পরেই একদিনে সর্বাধিক বিক্রিত বইয়ের রেকর্ড গড়ে ফেলেছে। মাত্র একদিনেই আমেরিকা, ব্রিটেন ও কানাডায় ১৫ লক্ষ কপি বিক্রি হয়েছে এই বইটির। যদিও শোনা গিয়েছিল, প্রকাশ হওয়ার আগেই ফাঁস হয়ে গিয়েছেল বইয়ের একাধিক তথ্য। প্রসঙ্গত, বই প্রকাশের আগেই বিস্ফোরক সাক্ষাৎকারও দিয়েছিলেন হ্যারি।মেগান মার্কেলের নিন্দা করে রাজকুমার হ্যারিকে মারধর করেছিলেন তাঁর দাদা উইলিয়াম। কলার চেপে ধরে তাঁকে মাটিতে ফেলে দিয়েছিলেন দাদা উইলিয়াম, এমনটাই দাবি করেছেন হ্যারি। পাশাপাশি বাবা কিং চার্লসের এক ‘বদ রসিকতা’র কথাও বলেছেন তিনি। হ্যারির দাবি, সেই সময় একটা গুঞ্জন ক্রমেই বাড়ছিল যে তিনি নাকি লেডি ডায়না ও মেজর হিউইটের সন্তান! দাদাকে অঙ্গদানের জন্যই তাঁর জন্ম হয়েছিল বলেই দাবি করেছেন হ্যারি। তবে সমস্ত মনোমালিন্য ঘুচিয়ে রাজপরিবারে ফিরে আসবেন হ্যারি, এমনটাই আশা করছে তাঁদের ঘনিষ্ঠমহল।

[আরও পড়ুন: নেপালে ভয়াবহ দুর্ঘটনা, ৬৮ জন যাত্রী নিয়ে রানওয়েতে ভেঙে পড়ল বিমান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement