সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার নিউ ইয়র্কে (New York) একটি অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রিন্স হ্যারি (Prince Harry) ও মেগান (Meghan Markle)। সেখান থেকে ফেরার পথেই পাপারাৎজিরা তাঁদের ধাওয়া করে। প্রায় দুই ঘণ্টা ধরে প্রিন্স হ্যারির গাড়ি অনুসরণ কর পাপারাৎজিরা। বুধবার প্রিন্সের মুখপাত্র জানান, মঙ্গলবার রাতে পাপারাৎজি ফটোগ্রাফারদের হাত থেকে বাঁচতে গিয়ে প্রায় ভয়ানক দুর্ঘটনার মুখে পড়েছিলেন তাঁরা।
বাবা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের পরে এই প্রথমবার কোনও ইভেন্টে গিয়েছিলেন হ্যারি। নিউ ইয়র্কের ওই অ্যাওয়ার্ড শো’তে ব্রিটিশ রাজকুমারের সঙ্গে ছিলেন মেগান ও তাঁর মা। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথেই তাঁদের গাড়ি তাড়া করতে শুরু করে পাপারাৎজিরা। নিউ ইয়র্কের রাস্তায় টানা দু’ঘণ্টা ধরে ব্রিটিশ রাজকুমারের গাড়ি লক্ষ্য করে বেপরোয়া ভাবে তেড়ে আসতে থাকে পাপারাৎজিরা।
ভয়াবহ এই হামলার কথা প্রকাশ করেছেন হ্যারির মুখপাত্র। তিনি জানিয়েছেন, দু’ঘণ্টা ব্যাপী এই ঘটনায় একাধিকবার গাড়িতে ধাক্কা লাগার আশঙ্কা ছিল। বেশ কয়েকটি গাড়ির সঙ্গে শেষ মুহূর্তে সংঘর্ষ এড়ানো গিয়েছে। এক পথচারী ও নিউ ইয়র্ক পুলিশের দুই কর্মীরও গাড়ির ধাক্কায় আহত হতে পারতেন, তবে শেষ মুহূর্তে কোনও মতে বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে। যদিও ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। ব্রিটিশ রাজপরিবারের তরফে বুধবার এই ঘটনার কথা প্রকাশ করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.