Advertisement
Advertisement
Finland Election

ফিনল্যান্ডে দক্ষিণপন্থীদের উত্থান, হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারলেন বাম প্রধানমন্ত্রী সানা মারিন

যুবসমাজের কাছে জনপ্রিয় হলেও নির্বাচনে সাফল্য পেলেন না মারিন।

Prime Minister Sana Marin defeated by far right party NCP in Finland election | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 3, 2023 10:50 am
  • Updated:April 3, 2023 10:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে কাজ শুরু করেছিলেন। কিন্তু ৪ বছর পরে দক্ষিণপন্থীদের কাছে পরাজিত হলেন ফিনল্যান্ডের (Finland) প্রধানমন্ত্রী সানা মারিন (Sana Marin)। রবিবার সেদেশের সংসদীয় নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণপন্থী এনসিপি সবচেয়ে বেশি আসন জিতেছে। বিশেষজ্ঞদের মতে, একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও শরিক দলের সঙ্গে সরকার গড়বে এনসিপিই।

২০০টি আসন রয়েছে ফিনল্যান্ডের পার্লামেন্টে। তার মধ্যে ৪৮টি আসন জিতেছে দক্ষিণপন্থী এনসিপি। ৪৬টি আসন গিয়েছে ন্যাশনালিস্ট ফিনস পার্টির দখলে। প্রধানমন্ত্রী সানা মারিনের দল সোশ্যাল ডেমোক্র্যাটস পেয়েছে ৪৩টি আসন। নির্বাচনের ফল প্রকাশের পরেই এনসিপি নেতা পেত্তেরি ওর্পো সাফ জানিয়ে দেন, “আমরাই সবচেয়ে বেশি ভোট পেয়েছি। ফিনল্যান্ডের অর্থনীতির উন্নতি সাধনের লক্ষ্যে আমরা সরকার গঠনের প্রক্রিয়া শুরু করব।” 

Advertisement

[আরও পড়ুন: ‘কেন্দ্রীয় বাহিনী চাই’, রিষড়ায় অশান্তির পর রাজ্যপাল ও শাহকে চিঠি আক্রান্ত বিজেপি বিধায়কের]

তবে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি দক্ষিণপন্থী দলটি। অন্য মতাদর্শের রাজনৈতিক দলের সঙ্গেই জোট করে সরকার গঠন করতে হবে এনসিপিকে। সেক্ষেত্রে সানা মারিনের দলের সঙ্গেও জোটের পথে হাঁটতে পারে এনসিপি। তবে প্রধানমন্ত্রী পদে আর সানাকে দেখা যাবে না বলেই মত বিশেষজ্ঞদের। কারণ ১৯৯০ সালের পর থেকে বৃহত্তম দলের নেতাকেই প্রধানমন্ত্রী হিসাবে পেয়েছে ফিনল্যান্ড।

যুবসমাজের কাছে বেশ জনপ্রিয় ছিলেন প্রধানমন্ত্রী মারিন। তবে সরকারি নীতি ঘিরে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ব্যাপক শক্তি সংকটে পড়েছে ফিনল্যান্ড। ব্যাপক হারে মূল্যবৃদ্ধি ঘটেছে সেদেশে। এহেন পরিস্থিতিতে শিক্ষা ও পেনশন খাতে অতিরিক্ত বরাদ্দ করেন মারিন। আর্থিক সংকটের মোকাবিলা করতে না পেরেই নির্বাচনের ময়দানে ব্যর্থ হলেন বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। 

[আরও পড়ুন: ঝোড়ো ইনিংসে ইতিহাস বিরাটের, IPL-এ হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন কিং কোহলি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement