Advertisement
Advertisement

Breaking News

Nepal PM

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ভারত সফরে নেপালের শের বাহাদুর দেউবা, ঘুরে দেখবেন বারাণসীও

দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে এপ্রিলের গোড়াতেই তিনি দিল্লি আসছেন।

Prime Minister of Nepal Sher Bahadur Deuba will be visiting India from April 1 to 3 | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:March 26, 2022 5:08 pm
  • Updated:March 26, 2022 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশাসনের অন্দরে নানা টানাপোড়েনের পর ভোটে জিতে প্রধানমন্ত্রী পদে বসার পরপরই শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi)। দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার বার্তা দিয়েছিলেন। মোদির সেই বার্তায় সাড়া দিয়েই ভারত সফরে আসছেন নেপালের (Nepal) প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। সূত্রের খবর, এপ্রিলের ১ তারিখ থেকে ৩ তারিখ – তিনদিনের জন্য ভারত সফরে আসছেন তিনি। মোদির কেন্দ্র বারাণসীও (Varanasi) ঘুরে দেখবেন দেউবা।

২০২১ সালের জুলাই মাসে কেপি শর্মা ওলিকে গদিচ্যুত করে নেপালের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন শের বাহাদুর দেউবা (Nepal Sher Bahadur Deuba)। টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত-নেপাল সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়েছিলেন তিনি। পালটা মোদিকে ধন্যবাদ জানিয়েছিলেন দেউবাও। তার বছর খানেক পরই দিল্লি আসছেন নেপালের প্রধানমন্ত্রী। এটাই তাঁর প্রথম ভারত সফর। এপ্রিলের ১ তারিখ দিল্লি আসবেন তিনি। ২ তারিখ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক। অর্থনীতি, বাণিজ্য, শক্তি-সহ বেশ কয়েকটি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে আলোচনার সম্ভাবনা দুই রাষ্ট্রনেতার মধ্যে।

[আরও পড়ুন: পরা যাবে না ছেঁড়া জিনস, কলকাতার কলেজের নয়া পোশাক ফতোয়া নিয়ে তুঙ্গে বিতর্ক]

নেপালের প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর নিয়ে আগ্রহী দিল্লিও (New Delhi)। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চলছে প্রস্তুতি। তবে শের বাহাদুর দেউবা কবে বারাণসী যাবেন, তা এখনও জানা যায়নি।  প্রসঙ্গত, এই কেন্দ্র থেকেই জিতেই পরপর দু বার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। ধর্মীয় চর্চার কেন্দ্র হিসেবে বারাণসী প্রসিদ্ধ। নেপাল হিন্দু রাষ্ট্র। ফলে সে দেশের প্রধানমন্ত্রীর যে বারাণসীর প্রতি আকর্ষণ থাকবে, সেটাই স্বাভাবিক।  

[আরও পড়ুন: ফের চলন্ত ট্রেনে বড়সড় বিপত্তি, ফলকনুমা এক্সপ্রেস থেকে ছিটকে গেল ৩টি বগি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement