Advertisement
Advertisement
Poland

৪৫ বছর পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে পোল্যান্ডে মোদি, বিমানবন্দরে রাজকীয় অভ্যার্থনা

ভারত-পোল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কের ৭০ বছর উদযাপন করবেন মোদি।

Prime Minister Narendra Modi arrives in Poland

ছবি- প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল থেকে

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 21, 2024 5:54 pm
  • Updated:August 21, 2024 7:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিনের সফরে পোল্যান্ডে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ ৪৫ বছর পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর পা পড়ল সেদেশে। রাজধানী ওয়ারশর  বিমানবন্দরে নামতেই রাজকীয় অভ্যার্থনা জানানো হয় নমোকে। ভারত-পোল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কের ৭০ বছর উদযাপন করবেন মোদি।   

বুধবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টা নাগাদ ওয়ারশর  বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী মোদির বিমান। সেখানে তাঁকে উষ্ণ অভ্যার্থনা জানানো হয়। নমো পোল্যান্ডে যাওয়ায় উচ্ছ্বসিত সেদেশের প্রবাসী ভারতীয়রাও। হোটেলে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত সকলে। তাঁদের পোশাকেও রয়েছে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। কেউ পরেছেন শাড়ি, কেউ পরেছেন লেহেঙ্গা-চোলি। পুরুষদের পরনে কুর্তা-পাজামা। মোদিকে স্বাগত জানানোর জন্য গরবা নাচের প্রস্তুতি নিয়েছেন নৃত্যশিল্পীরা। এদিন পোল্যান্ডে পৌঁছে এস্ক হ্যান্ডেলে মোদি লেখেন, ‘পোল্যান্ডে এসে খুবই ভালো লাগছে। এখানে আমার বেশ কিছু কর্মসূচি রয়েছে। এই সফর আমাদের বন্ধুত্বকে অন্য মাত্রায় পৌঁছে দিতে ও দুদেশের মানুষদের উন্নতি সাধনে খুবই গুরুত্বপূর্ণ।’

Advertisement

Landed in Poland. Looking forward to the various programmes here. This visit will add momentum to the India-Poland friendship and benefit the people of our nations. pic.twitter.com/KniZnr4x8g

— Narendra Modi (@narendramodi) August 21, 2024

[আরও পড়ুন: ভারতীয় বংশোদ্ভূত ‘গিরগিটি’ কমলা হ্যারিস! ছুড়ে ফেলে দেওয়ার হুমকি WWE কিংবদন্তির

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজ মোদি শ্রদ্ধা জানাবেন জাম সাহেবের স্মৃতিসৌধে সম্মান জানাবেন। আগামিকাল তিনি বৈঠক করবেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে। সাক্ষাৎ করবেন সেদেশের রাষ্ট্রপতি আন্দ্রেজ সেবাস্তিয়ান ডুদার সঙ্গে। এছাড়া সেখানকার প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণও দেবেন মোদি। এই বছর ভারত-পোল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কের ৭০ বছর পূর্ণ হয়েছে। যা উদযাপন করতে এক বিশেষ অনুষ্ঠানেও যোগ দেবেন। এর পর বিদেশি বিনিয়োগের জন্য পোল্যান্ডে বণিক গোষ্ঠীর সঙ্গেও আলোচনা করবেন তিনি। এছাড়াও দুদিনের এই সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে মোদির। উল্লেখ্য, ১৯৭৯ সালে শেষবার পোল্যান্ডে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজী দেশাই।  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement