সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেনেড ফেটেই মৃত্যু হয়েছে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের। জল্পনা উসকে দাবি করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর এই দাবিতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিশ্লেষকদের অনেকেই।
শুক্রবার, পুতিন মুখ খুললেন প্রিগোজিনকাণ্ড (Yevgeny Prigozin) নিয়ে। দুর্ঘটনার তত্ত্ব উড়িয়ে রুশ প্রেসিডেন্ট দাবি করেন মাঝ আকাশে হ্যান্ড গ্রেনেডে ফেটে মৃত্যু হয়েছে ওয়াগনার প্রধানের। তাঁর অফিস থেকে মিলেছে কেজি কেজি মাদক। তবে কি বিমানের মধ্যে গুপ্ত ঘাতকের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছিল তাঁর? মৃত্যু নিশ্চিত বুঝে শেষ মূহূর্তে আত্মঘাতী হামলা চালান প্রিগোজিন? এমন প্রশ্নও উঠতে শুরু করেছে। পুতিন বলেছেন, “নিহতদের দেহের মধ্যে হ্যান্ড গ্রেনেডের টুকরো মিলেছে। বিমানের বাইরের অংশের কোনও ক্ষতি হয়নি।”
এদিন, পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে দাবি জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। পাশাপাশি হুঁশিয়ারি দিলেন রাশিয়ার ক্ষতি করতে যে বা যারা উদ্যত হবে, তারা কেউ বেঁচে থাকবে না। ‘বুরভেস্টনিক’নামের এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আগে অনেকবার ব্যর্থ হওয়ার খবর এসেছিল। পুতিন আগেই বলেছিলেন এই ক্ষেপণাস্ত্রের সমকক্ষ আর একটিও এখন পৃথিবীতে নেই। পুতিনের দাবি, “এটি একটি অদ্বিতীয় অস্ত্র। এটি রাশিয়ার সেনাবাহিনীকে অনেক শক্তিশালী করবে। যারা ক্ষিপ্তভাবে উগ্র ও আগ্রাসী কথাবার্তা বলে রাশিয়াকে হুমকি দেওয়ার চেষ্টা করছে তাদের এখন থেকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে।”
জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্রটি পথ পরিবর্তন করে তার লক্ষ্যে আঘাত করতে পারে। এটি উৎক্ষেপণ করতে যে যানটি সাহায্য করে সেটি শব্দের চেয়ে বেশি গতিতে চলে। এর ওয়ারহেডগুলো আলাদা আলাদা লক্ষ্যে আঘাত হানতে পারে। এতে যে কটি ওয়ারহেড রয়েছে, যে গতিতে এটি যাত্রা করে তাতে এটি বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ক্ষেপণাস্ত্র। এটি বিশ্বের সবচেয়ে বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.