সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিখ্যাত জাহাজ টাইটানিকের (Titanic) ধ্বংসাবশেষ দেখতে গিয়ে তার মতোই পরিণতি হয়েছে সাবমেরিন টাইটানের (Titan Submarine)। এখনও সেই সলিল সমাধিকে ঘিরে শোকের আবহ বিশ্বজুড়ে। এর আগে যাঁরা টাইটানের যাত্রী হয়েছেন, তাঁরা জানাচ্ছেন, ডুবোজাহাজটির যে এমন পরিণতি হবে সে ব্যাপারে তাঁরা নিশ্চিত ছিলেন। আর এপ্রসঙ্গে তাঁরা দুষছেন ওশেনগেট কোম্পানির সিইও স্টকটন রাশকে। তিনি নিজেও ছিলেন ডুবোজাহাজটির যাত্রী। প্রয়াত স্টকটন অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন, আর সেই কারণেই টাইটানের এমন পরিণতি, দাবি তাঁদের।
ডিকভারি চ্যানেলের ক্যামেরা অপারেটর ব্রায়ান উইড জানাচ্ছেন, ”আমি একশো শতাংশ নিশ্চিত ছিলাম এমন কিছু ঘটতে চলেছে।” ২০২১ সালের মে মাসে তিনি টাইটানের এক টেস্ট ড্রাইভে শামিল হয়েছিলেন। যদিও তাঁরা মাত্র ১০০ ফুট গভীরে নেমেছিলেন। কিন্তু সেবারই তাঁরা প্রবল সমস্যার মুখে পড়েছিলেন।
উইড জানাচ্ছেন, টাইটানের প্রপালশন ব্যবস্থায় বিঘ্ন ঘটছিল। সাড়া দিচ্ছিল না কম্পিউটারগুলি। সমস্ত রকমের যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছিল উপরের সঙ্গে। আর সেই সময় স্টকটন নিজেও অসন্তুষ্ট ছিলেন এই পারফরম্যান্সে। কিন্তু এতদসত্ত্বেও তিনি ‘অজুহাত’ খাড়া করছিলেন কীভাবে যাত্রীদের ‘ম্যানেজ’ করা যায়।
সেই কথাগুলিই মনে পড়ছে উইডের। তিনি জানিয়েছেন, ”আমি বুঝতে পারছিলাম না কী করে এই যানটি সাড়ে ১২ হাজার ফুট গভীরে যাবে!” টাইটান নিখোঁজ হওয়ার পর থেকেই তাই বুক ধড়ফড় করতে শুরু করেছিল তাঁর। শেষ পর্যন্ত তাঁর আশঙ্কা সত্য়ি করে টাইটানের সলিল সমাধি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন আগে থেকে আরও সতর্ক হল না কর্তৃপক্ষ?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.