Advertisement
Advertisement

হঠকারি ডোনাল্ড ট্রাম্প! তাঁর নির্দেশে পদচ্যুত ৪৬ জন অ্যাটর্নি

তালিকায় রয়েছে ভারতীয় বংশোদ্ভূত প্রীত ভারারার নামও।

 President Trump’s Justice Department asked for the immediate resignations of 46 US Attorneys
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 12, 2017 5:15 am
  • Updated:March 12, 2017 5:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এক সঙ্গে ৪৬ জন ইউএম অ্যাটর্নিকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন৷ যার মধ্যে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্রীত ভারারার নামও৷ প্রশাসনের তরফে অবশ্য বলা হয়েছে বদলের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সাম্য আনতেই এই সিদ্ধান্ত৷

মার্কিন প্রশাসনে এতদিন মোট ৯৩ জন অ্যাটর্নি ছিলেন৷ তাঁদের মধ্যে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত প্রীত ভারারাও৷ বারাক ওবামার পছন্দের এই অ্যাটর্নিকে মনোনয়ন দিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট নিজেই৷ কিন্তু সম্প্রতি যে ৪৬ জনকে অবিলম্বে ইস্তফা দিতে বলা হয়েছে তার মধ্যে রয়েছেন ভারারাও৷ ৯৩ জন অ্যাটর্নির মধ্যে ইতিমধ্যে অনেকেই ইস্তফা দিয়েছেন৷ তবে যাঁরা দেননি তাঁদেরও সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এর মধ্যে ভারারা ছাড়াও রয়েছেন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস৷ বিচার বিভাগের মুখপাত্র সারাহ ইসগার জানিয়েছেন, গোটা বদল প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হতে পারে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের তরফে বলা হয়েছে, অতীতে জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিনটন যখন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন তখনও একইভাবে পূর্বতন অ্যাটর্নিদের ইস্তফা দিতে বলা হয়েছিল৷

Advertisement

প্রীত ভারারাকে ২০০৯ সালে নিউ ইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি হিসাবে নিযুক্ত করেছিলেন বারাক ওবামা। গত নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তাঁর সঙ্গে দেখা করতে যান ভারারা৷ অভিনন্দন জানান তাঁকে৷ তখন শোনা গিয়েছিল ভারারাকে তাঁর পদে থাকার জন্য অনুরোধ করেছেন ট্রাম্প৷ দেশে এবং বিদেশে অজস্র গুরুত্বপূর্ণ মামলায় আইনজীবী ছিলেন ভারারা৷ বহু কূটনীতিককে সাজা পাইয়ে ‘ত্রুসেডর প্রোসিকিউটার’ তকমাও পেয়েছিলেন তিনি৷ ওল্ডম্যান স্যাকসের ভারতীয় বংশোদ্ভূত কর্তা রজত শর্মার বিরু‌দ্ধে ২০১২ সালে আইনি লড়াইয়ে অ্যাটর্নি ছিলেন প্রীত ভারারা৷ এতগুলি গুরুত্বপূর্ণ মামলার আইনজীবী ভারারাকে সরানো হবে না বলেই মনে করেছিলেন বিশেষজ্ঞরা৷ কিন্তু নিউ ইয়র্কের সেনেটর চার্লস শুমার জানিয়েছেন, সকলকেই অবিলম্বে পদ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement