Advertisement
Advertisement

আইভরি কোস্টের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রণবকে

রাষ্ট্রপতি ভবনেই প্রণববাবুকে ‘গ্রাঁ কোয়া’ (গ্র্যান্ড ক্রস) সম্মানে ভূষিত করেন ওয়াত্তারা৷ বুধবার, এক অনুষ্ঠানে সাম্মানিক নাগরিকত্ব প্রদান করে প্রণববাবুর হাতে আবিদজান ‘শহরের চাবি’ তুলে দেন৷ প্রথা মেনে তাঁকে উপজাতি নাম দেওয়া হয় ‘আসিতো’৷

Pranab Mukherjee honoured in Ivory coast
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 16, 2016 9:52 am
  • Updated:June 16, 2016 9:52 am  

নন্দিতা রায়, আবিদজান (আইভরি কোস্ট): আফ্রিকা সফরে দ্বীপরাষ্ট্রে সর্বোচ্চ সম্মান ভারতের রাষ্ট্রপতিকে৷ প্রণব মুখোপাধ্যায়কে গ্রাঁ কোয়া সম্মানে ভূষিত করল আইভরি কোস্ট৷
পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ আইভরি কোস্ট৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁর ত্রিদেশীয় আফ্রিকা সফরের দ্বিতীয় দেশ হিসাবে আইভরি কোস্টকে বেছে নিয়েছেন৷ আর ভারত থেকে প্রণববাবুর মাপের রাষ্ট্রপ্রধানের এই সফরকে স্মরণীয় করে রাখতে এখানকার প্রেসিডেন্ট আলাসেন ওয়াত্তারা চেষ্টার কোনও কসুর করেননি৷ মঙ্গলবার ভারতীয় সময় সন্ধে ছ’টা নাগাদ প্রণববাবু আইভরি কোস্টের অর্থনৈতিক রাজধানী আবিদজানে এসে পৌঁছন৷ স্বয়ং রাষ্ট্রপতি ওয়াত্তারা প্রণববাবুকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন৷ রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় ভারতীয় রাষ্ট্রপতিকে৷
বিমানবন্দর থেকে প্রধান শহরে প্রবেশের মধ্যে প্রায় ১৫ কিলোমিটার রাস্তা তেরঙ্গা পতাকায় মোড়া ছিল৷ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজে প্রণববাবু উপস্থিত ছিলেন৷ সেখানে ওয়াত্তারা ও প্রণববাবু দুই দেশের সম্পর্কের কথা তুলে ধরেন৷ রাষ্ট্রপতি ভবনেই প্রণববাবুকে ‘গ্রাঁ কোয়া’ (গ্র্যান্ড ক্রস) সম্মানে ভূষিত করেন ওয়াত্তারা৷ বুধবার, এক অনুষ্ঠানে সাম্মানিক নাগরিকত্ব প্রদান করে প্রণববাবুর হাতে আবিদজান ‘শহরের চাবি’ তুলে দেন৷ প্রথা মেনে তাঁকে উপজাতি নাম দেওয়া হয় ‘আসিতো’৷ শব্দটির অর্থ উদাহরণ৷ এদিনই রাষ্ট্রপতি একটি সম্মেলনে বক্তব্য রাখেন ও ভারতীয় দূতাবাস আয়োজিত ‘কমিউনিটি রিসেপশনে’ যোগ দেন৷
এই সফরের শেষ দেশ নামিবিয়ার উদ্দেশে প্রণববাবুর বিমান রওনা হয়৷ প্রণববাবুর আফ্রিকা সফরে সব জায়গাতেই গান্ধীজিকে স্মরণ করেছেন রাষ্ট্রপতি৷ এখানেও তার ব্যতিক্রম হয়নি৷
আইভরি কোস্টের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে৷ সেই সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে প্রণববাবু বিশদে আলোচনা করেছেন কোয়াত্তারার সঙ্গে৷ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাজু উৎপাদক দেশ আইভরি কোস্টের রফতানি করা কাজু বাদামের ৮০ শতাংশই ভারতে যায়৷ কাজু ছাড়াও রয়েছে কোকো৷ আগামিদিনে প্রয়োজনে ভারত যাতে কোকোর অংশীদার হতে পারে তার রাস্তাও এই সফরে খোলার চেষ্টা করা হয়েছে৷ বিপুল খনিজের ভাণ্ডারও রয়েছে এখানে৷ ভারতের সরকারি ও বেসরকারি সংস্থাগুলি সেই সংক্রান্ত বিষয়ে এদেশে কাজ করতে আগ্রহী বলেও প্রণববাবু বার্তা দিয়েছেন৷ পরিবর্তে ভারত তাদের তথ্যপ্রযুক্তি, পরিকাঠামোর বিষয়ে সাহায্য করবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷ আফ্রিকা সফরের প্রথম দিন থেকেই প্রণববাবু ভারত এবং আফ্রিকার একাধিক দেশের রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ পাওয়ার বিষয়ে সরব হয়েছেন৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement