সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকের রাজনীতিতে যে সময় জোর পালাবদল, তখনই অন্য এক সতর্কবার্তা এল পোপ ফ্রান্সিসের থেকে। জানালেন, এ যুগেও হিটলারদের উত্থান যাতে না হয় সে ব্যাপারে সতর্ক হতে হবে।
(সাংবাদিকরাই সবচেয়ে বেশি অসৎ, সংবাদমাধ্যমকে তোপ ট্রাম্পের)
মার্কিন প্রশাসনের ভার যখন ট্রাম্পের উপর বর্তাচ্ছে, তখন এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ জারি মার্কিন মুলুকে। তবে সরাসরি ট্রাম্পকে বিঁধে কোনও কথা বলেননি পোপ ফ্লান্সিস। বরং এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করা হলে জানান, এখনও তা বিচারের সময় আসেনি। কিন্তু পাশাপাশি সারা বিশ্বের বিশেষত ইউরোপের একটি প্রবণতাকে তিনি চিহ্নিত করেছেন। সে বিষয়েই তাঁর সতর্কবার্তা। এক শ্রেণির নেতার উত্থানে যে আবার হিটলারের জমানা ফিরতে পারে এমনটাই আশঙ্কা পোপ ফ্রান্সিসের। যুক্তিহীন উত্তুঙ্গ জনপ্রিয়তা যে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে এমনটাই মত তাঁর। তা ব্যাখ্যা করতেই গিয়েই ১৯৩৩-এর জার্মানির ইতিহাস ও হিটলারের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, কোনও একটা সংকট যখন আসে তখন সাধারণ মানুষের মনে ভয় ঘিরে ধরে। সেখান থেকে বেরতে কোনও একটি পরিচিতিকে আশ্রয় করতে চায় মানুষ। ভাবে, কোনও একজন নেতা এসে তাঁদের চাওয়া পাওয়া মিটিয়ে দেবে। ঠিক সেই প্রেক্ষিতেও কোনও এক নেতা জনপ্রিয়তা লাভ করেন। কিন্তু সঠিক পরিচিতির বদলে, অন্য একটি পরিচিতি তিনি মানুষকে দিয়ে দেন। জনপ্রিয়তার হাওয়া তখন বাকি যুক্তিদের উড়িয়ে দেয়। এই পরিবেশই এমন নেতার জন্ম দেয় যার পরিণতি ইউরোপের ইতিহাস চাক্ষুষ করেছে হিটলারের মাধ্যমে। আর তাই এই ধরনের উত্থান নিয়ে মানুষকে সতর্ক থাকতে হবে বলেই বার্তা তাঁর।
(রাষ্ট্রপতি পদে ট্রাম্পের অভিষেক, বিক্ষোভে ফুঁসছে আমেরিকা)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.