Advertisement
Advertisement
Pompeii

‘যেখানে দেখিবে ছাই…’ পম্পেইয়ের ধ্বংসস্তূপের আড়ালে ঝলমলিয়ে উঠল অপূর্ব ফ্রেস্কো!

৭৯ খ্রিস্টাব্দে ধ্বংস হয়েছিল বন্দরনগরী পম্পেই। সেই থেকে আড়ালেই পড়েছিল এই অপরূপ শিল্পকর্ম।

Pompeii: Breathtaking new paintings found at ancient city
Published by: Biswadip Dey
  • Posted:April 12, 2024 5:07 pm
  • Updated:April 12, 2024 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যা হারায় তা কি সত্যিই হারায়? তা হয়তো নয়। থেকে যায় জলছাপ। প্রায় দুহাজার বছর আগের এক শিল্পীর অনন্য কীর্তি সময়ের বুক ফুঁড়ে ফের ফুটে উঠল আধুনিক পৃথিবীতে। দক্ষিণ-পশ্চিম ইটালির বন্দরনগরী পম্পেইয়ের ধ্বংস হওয়ার ইতিহাস সকলেরই জানা। এবার সেখানেই ছাই ও লাভার আড়াল থেকে উদ্ধার করা হল একটি ঘর। যার ফ্রেস্কোয় ফুটে রয়েছে অপূর্ব শিল্পকাজ। এত বছর যা ছিল মানুষের চোখের আড়ালে।

আজ থেকে দু’হাজার বছর আগে ধ্বংস হয়ে গিয়েছিল পম্পেই (Pompeii)। ৭৯ খ্রিস্টাব্দে মাউন্ট ভিসুভিয়াসের (Mount Vesuvius) ভয়ানক অগ্নুৎপাতের কবলে পড়ে রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ওই এলাকা। উনবিংশ শতকের গোড়া থেকে যদিও খননকার্য চলছে। এত বছর পরও সেই লুপ্ত শহরের এক তৃতীয়াংশ রয়ে গিয়েছে লাভা-ছাইয়ের স্তূপের আড়ালে। এবার সেখান থেকেই উদ্ধার হল এক ‘ব্ল্যাক রুম’। সেই ঘর থেকে পাওয়া গিয়েছে ওই ফ্রেস্কো।

Advertisement

[আরও পড়ুন: কেজরির গ্রেপ্তারির পর দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের ষড়যন্ত্র! বিস্ফোরক অভিযোগ আপের]

প্রত্নতত্ত্ববিদরা মনে করছেন, ওই ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত যা শিল্পরূপের সন্ধান মিলেছে তার মধ্যে সবচেয়ে নিখুঁত ওই ফ্রেস্কো। দেখা গিয়েছে একটি ফ্রেস্কোয় ধরা রয়েছে ‘হেলেন অফ ট্রয়’কে। মনে করা হচ্ছে, এটি ছিল একটি ব্যাঙ্কোয়েট রুম। ঘরটির মেঝেতে রয়েছে ১০ লক্ষেরও বেশি ছোট ছোট সাদা টালির টুকরো। পুরো মেঝেটাই মোজাইক করা। দেওয়াল সম্পূর্ণ কালো। তার উপরে নানা রং মিশিয়ে ফুটিয়ে তোলা হয়েছে গ্রিক পুরাণের নানা দৃশ্য।

প্রত্নতত্ত্ববিদরা জানাচ্ছেন, কীভাবে আলোয় পড়ে ওই ফ্রেস্কোগুলোয় ঝলমল করে উঠছে। এই অপরূপ শিল্পকর্মগুলো সংরক্ষণ করাই আপাতত লক্ষ্য। তার পর তা খুলে দেওয়া হবে সাধারণ পর্যটকদের জন্য।

[আরও পড়ুন: দিল্লির পর ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের ‘গণতন্ত্র বাঁচাও’ মহাসমাবেশ, থাকবে তৃণমূলের প্রতিনিধি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement