Advertisement
Advertisement

Breaking News

মার্কিন মুলুকে কৃষ্ণাঙ্গ মহিলাকে বেধড়ক মার পুলিশের, ভাইরাল ভিডিও

দুধের শিশুকে তাঁর কোল থেকে জোর করে কেড়ে নেয় পুলিশ৷

Police ripping baby from his mother's arms
Published by: Sayani Sen
  • Posted:December 11, 2018 6:10 pm
  • Updated:December 11, 2018 6:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে হেনস্তার শিকার এক কৃষ্ণাঙ্গ মহিলা৷ সরকারি অফিসের মধ্যে বেধড়ক মারধরের পাশাপাশি মহিলার কোলের শিশুকে ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ৷ নির্যাতনের ঘটনায় নাম জড়িয়েছে নিউইয়র্ক পুলিশের৷ এই ঘটনার ভিডিওই আপাতত নেটদুনিয়ায় ভাইরাল৷ উর্দিধারীদের এহেন অমানবিক কাজের সমালোচনায় সরব নেটিজেনরা৷

[বড় সাফল্য কেন্দ্রের, মালিয়াকে ভারতে প্রত্যর্পণে সায় আদালতের]

ঘটনাটি গত শুক্রবারের। নিউইয়র্কের ব্রুকলিনের একটি সরকারি অফিসে গিয়েছিলেন জ্যাসমিন হেডলি নামে ওই তরুণী। সঙ্গে ছিল তাঁর এক বছরের ছেলে। দরিদ্র হওয়ায় সরকারি সাহায্য যাঁদের প্রয়োজন তাঁরাই সাধারণত ওই সরকারি অফিসটিতে যান৷ অফিসে তখন এত ভিড় যে ওই তরুণী ফাঁকা কোনও চেয়ার পাননি। ফলে তিনি মেঝেতেই ছেলে কোলে নিয়ে বসে পড়েন। এরপরই শুরু হয় ঝামেলা। ওই অফিসের এক কর্মী এসে তরুণীকে উঠে যেতে বলেন। তাতে রাজি না হওয়ায় তর্কাতর্কি শুরু হয়। ঘটনাস্থলে আসে পুলিশ৷ জ্যাসমিনকে জোর করে তুলে দিতে চেষ্টা করেন আধিকারিক। কোলের সন্তানকেও কেড়ে নেওয়া হয়। ভিডিওয় দেখা গিয়েছে, কৃষ্ণাঙ্গ ওই তরুণী মারের চোটে মাটিতে লুটিয়ে পড়েন৷ অসহায় মা পুলিশের আক্রমণ প্রতিহত করারও চেষ্টা করেন৷ পুলিশের কাজে  বাধা দিচ্ছেন, কাঁদছেন তিনি৷ কিন্তু তাঁর কান্নায় মন গলল না পুলিশের৷ গায়ের জোর দেখিয়ে পুলিশ তাঁকে অত্যাচার করেই চলে৷  

Advertisement

[গুগলের হেড কোয়ার্টারে ইঞ্জিনিয়ারের দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য]

ওই অবস্থার ভিডিও তোলেন সেখানে উপস্থিত থাকা একজন। সোশ্যাল মিডিয়ায় মিনিট দুয়েকের এই ভিডিও ছড়িয়ে পড়েছে৷ অন্তত দু’লক্ষ মানুষ দেখেছেন ভিডিও। শেয়ারও হয়েছে অজস্র। নিন্দার ঝড় বইয়ে দিচ্ছেন নেটিজেনরা। তরুণী কৃষ্ণাঙ্গ বলেই কি এই হেনস্তা, এমন প্রশ্নও করেন সকলে৷ কৃষ্ণাঙ্গদের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে এটাই নাকি আমেরিকার আসল রূপ, একথাও বলেছেন কেউ কেউ। চাপে পড়ে ঘটনার তদন্ত করছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement