Advertisement
Advertisement

কানাডায় ১০ পথচারীকে পিষে মারল বেপরোয়া গাড়ি, ধৃত যুবক

জঙ্গি যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ৷

Police have identified the man who allegedly plowed through a busy Toronto sidewalk killing at least 10 people.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 24, 2018 9:59 am
  • Updated:October 30, 2018 5:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তে ভিজল কানাডা৷ এবার ভিড় রাস্তায় ১০ পথচারীকে পিষে মারল বেপরোয়া গাড়ি৷ দুর্ঘটনায় জখম অন্তত ২০ জন৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ ইতিমধ্যেই পুলিশ গাড়ির চালককে গ্রেপ্তার করেছে৷ স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকালে কানাডার টরন্টোয় এই দুর্ঘটনা ঘটে৷ ঘটনার নেপথ্যে কোনও জঙ্গি যোগ আছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতকে দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ৷ কানাডা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালকের নাম আলেক মিনাসিয়ান৷ বয়স ২৫ বছরের কাছাকাছি৷ কিন্তু, কেন এদিন হঠাৎ ওই যুবক ভিড় রাস্তায় ১০ পথচারীকে পিষে মারল তা এখনও পুলিশের কাছে পরিষ্কার নয়৷ ধৃত যুবক কোনও জঙ্গি সংগঠনের সদস্য কি না, সে সম্পর্কেও কিছু জানাতে পারেনি পুলিশ৷

[‘সাহস থাকলে ১৫ মিনিট বিতর্কে অংশগ্রহণ করুন’, মোদিকে চ্যালেঞ্জ রাহুলের]

Advertisement

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, কানাডার টরন্টোয় জনবহুল অফিসপাড়া এলাকায় এদিন হঠাৎ একটি সাদা গাড়ি ফুটপাতের উপর উঠে পড়ে৷ কিছু বুঝে ওঠার আগের বেপরোয়া গাড়ি একের পর এক পথচারীকে পিষে চম্পট দেওয়ার চেষ্টা করে৷ প্রাণ বাঁচাতে শুরু হয় ছোটাছুটি৷ গাড়ির চাকায় পিষে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়৷ পালাতে গিয়ে জখম হন আরও ২০ জন৷ আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে কানাডা পুলিশ সূত্রে জানা গিয়েছে৷

ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ৷ অভিযুক্ত চালককে গ্রেপ্তারের অভিযানে নামে বিশাল বাহিনী৷ পরে ওই চালককে গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তার করার সময় অভিযুক্ত আত্মহত্যা করার হুমকিও দেয় বলে জানা গিয়েছে৷ কিন্তু, হঠাৎ কেন ওই যুবক ভিড়ে ঠাসা ফুটপাতে উঠে পথচারীদের পিষে মারল তা এখনও জানা সম্ভব হয়নি৷ ধৃতকে জেরা করে কারণ জানা চেষ্টা করছে পুলিশ৷ ঘটনার নেপথ্যে জঙ্গি যোগের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

[কেটের কোল আলো করে এল রাজপুত্তুর, খুশির রোশনাই ব্রিটেনের রাজপ্রাসাদে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement