Advertisement
Advertisement

পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়েছিল এফ-১৬, পাইলটের কী হয়েছিল জানেন?

উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷

 PoK mob lynched Pak pilot
Published by: Tanujit Das
  • Posted:March 2, 2019 5:23 pm
  • Updated:March 2, 2019 5:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৬ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে ভারতীয় বায়ুসেনা৷ নিঃসন্দেহে যা আতঙ্ক সৃষ্টি করেছে পাকিস্তান ও সেদেশের মাটিতে বেড়ে ওঠা জঙ্গি সংগঠনগুলির বুকে৷ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পরের দিনই এদেশের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে পাক বায়ুসেনা৷ কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়৷ পাক যুদ্ধবিমান এফ-১৬ এর পিছু ধাওয়া করে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-২১ বাইসন৷ এবং সীমানা টপকে পাকিস্তানের আকাশে প্রবেশ করে৷ গোলার আঘাতে সেটিকে ভূ-পতিত করে পাক সেনা৷ পাকিস্তানের হাতে বন্দি হন ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান৷ সূত্রের খবর, কেবল মিগ-২১ নয়, পাক অধিকৃত মাটিতে ভেঙে পড়ে একটি পাক যুদ্ধবিমান-ও৷ নিজেকে ইজেক্ট করে ওই বিমান থেকে প্যারাশুটে করে নিচে নামতে দেখা গিয়েছে বিমানের পাইলটকেও৷ কিন্তু সেই পাইলটের কী হল? খোঁজ করতে গিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷

[বিষ খাইয়ে ভারতীয় জওয়ানদের হত্যার ষড়যন্ত্র আইএসআই-এর!]

Advertisement

জানা গিয়েছে, ভারতের যুদ্ধবিমানটি ভেঙে পড়ার আগে, পাক অধিকৃত জমিতেই ভেঙে পড়েছিল পাকিস্তানের ওই এফ-১৬ যুদ্ধবিমানটি৷ এবং সেই বিমানের চালক কোনওক্রমে প্যারাশুটে করে অবতরণ করেছিলেন অধিকৃত কাশ্মীরের লাম ভ্যালিতে৷ তিনি ভেবেছিলেন হয়তো প্রাণে বেঁচে গিয়েছেন৷ কিন্তু তার সেই ভাবনা কিছুক্ষণের মধ্যেই ভুল প্রমাণিত হয়৷ সূত্রের খবর, লাম ভ্যালির বাসিন্দারা ভাবেন ওই পাইলট ভারতীয় বায়ুসেনার সদস্য৷ ফলে বেদম গণপিটুনির মুখে পড়তে হয় পাকিস্তানি বায়ুসেনার ওই পাইটলকে৷ এলাকার বাসিন্দারা নাকি মারতে মারতে ওই পাইলটের কাছে, তাঁর পরিচয়ও জানতে চান৷ শেষে মারের চোটে অজ্ঞান হয়ে যান ওই পাইলট৷ এবং পরে তাকে উদ্ধার করে পাক সেনা৷ ভরতি করা হয় হাসপাতালে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement