Advertisement
Advertisement

Breaking News

মোদির শততম ‘মন কি বাত’ সম্প্রচার রাষ্ট্রসংঘের সদর দপ্তরেও, প্রবাসীদের শোনার আহ্বান নয়াদিল্লির

'মন কি বাত' সম্প্রচারের কথা টুইট করে জানিয়েছে রাষ্ট্রসংঘ।

PM Narendra Modi's ‘Mann Ki Baat’ 100th episode to be broadcast live at UN headquarters New York | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 29, 2023 9:32 pm
  • Updated:April 29, 2023 9:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ এপ্রিল রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ১০০তম ‘মন কি বাত’ (Mann Ki Baat) অনুষ্ঠান। তেড়েফুড়ে যার প্রচার শুরু করেছে বিজেপি সরকার। সরাসরি সম্প্রচারের জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে। যা নিয়ে বিতর্কও শুরু হয়েছে। এর মধ্যেই জানা গেল, নিউইয়র্কে (New York) রাষ্ট্রসংঘের (United Nations) সদর দপ্তরেও সরাসরি সম্প্রচার হবে মোদির শততম মন কি বাত।

গত কয়েক দিন ধরেই প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান নিয়ে প্রচার তুঙ্গে। একটি ১০০ টাকার মুদ্রার সিরিজও প্রকাশ করা হবে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে। স্বয়ং প্রধানমন্ত্রীই সেটি প্রকাশ করবেন। ওই বিশেষ মুদ্রাগুলিতে মোদির রেডিও শোয়ের লোগো ও টাইটেল থাকবে। এই পরিস্থিতিতে কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন সবাই অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার করে। কেবল নির্দেশ দেওয়াই নয়, সেই সঙ্গে অনুষ্ঠানের পরে নির্দেশ পালনের ‘প্রমাণ’ও পাঠাতে বলা হয়েছে বলে দাবি। বুধবার ‘মন কি বাত’-এর শততম পর্ব উদযাপনে ‘ন্যাশনাল কনক্লেভ: মন কী বাত ১০০’ নামের একটি অনুষ্ঠানেরও আয়োজন হয়েছিল রাজধানীতে।

Advertisement

[আরও পড়ুন: ‘গালিগালাজ কংগ্রেসের স্বভাব, আমাকে ৯১ বার গালি দিয়েছে’, অভিযোগ মোদির]

মন কি বাত সম্প্রচারের কথা টুইট করে জানিয়েছে রাষ্ট্রসংঘ। রবিবার ভারতীয় সময় সকাল ১১টায় মন কি বাত অনুষ্ঠান শুরু করবেন মোদি। নিউ ইয়র্কে শুরু তা হবে স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ। এটি রাষ্ট্রসংঘের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে প্রচারিত হবে বলে জানা গিয়েছে। মোদির মন কি বাত শোনার আহ্বান জানানো হেয়েছে আমেরিকার ভারতীয় দূতাবাসের তরফেও। প্রবাসী ভারতীয়দের ঐতিহাসিক মন কি বাত শুনতে বলা হয়েছে।

[আরও পড়ুন: হাই কোর্টে মোদি পদবি মামলার শুনানি, ‘লঘু পাপে গুরুদণ্ডে’র অভিযোগ রাহুলের আইনজীবীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement