Advertisement
Advertisement

Breaking News

Bhutan

প্রথম বিদেশি রাষ্ট্রনেতা হিসেবে ভুটানের সর্বোচ্চ সম্মান পেলেন মোদি

সম্মানিত হওয়ার পরে বক্তব্য রাখার সময় আবেগপ্রবণ মোদি বলেন, ''আজ আমার জীবনের খুব বড় দিন। আমাকে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হল। প্রতিটি ভারতীয়র পক্ষ থেকে আমি এই পুরস্কার গ্রহণ করছি।''

PM Narendra Modi receives Bhutan's highest honour
Published by: Biswadip Dey
  • Posted:March 22, 2024 4:27 pm
  • Updated:March 22, 2024 6:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুটানের (Bhutan) সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দুদিনের সফরে প্রতিবেশী দেশে গিয়েছেন তিনি। কূটনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সফর। আর সেই সফরেই শুক্রবার ভুটানের রাজা তাঁকে ড্রাক গ্যালপো সম্মানে ভূষিত করলেন।

এদিন সম্মানিত হওয়ার পরে বক্তব্য রাখার সময় আবেগপ্রবণ মোদি বলেন, ”আজ আমার জীবনের খুব বড় দিন। আমাকে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হল। প্রতিটি পুরস্কারই বিশেষ। কিন্তু যখন অন্য দেশ থেকে পুরস্কার মেলে, তখন বোঝা যায় দুই দেশই সঠিক পথে চলেছে। প্রতিটি ভারতীয়র পক্ষ থেকে আমি এই পুরস্কার গ্রহণ করছি। এর জন্য অনেক ধন্যবাদ।”

Advertisement

[আরও পড়ুন: লোকপালের নির্দেশ পেয়েই মহুয়ার বিরুদ্ধে FIR সিবিআইয়ের, চাপ বাড়ল তৃণমূল প্রার্থীর

এদিন মোদি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুকও। তার আগে মোদিকে স্বাগত জানাতে তাঁরই লেখা গরবা গানের সঙ্গে নৃত্য প্রদর্শন করেন ভুটানি তরুণীদের এক দল। থিম্পুতে এক শিশু হাসপাতালের উদ্বোধন করার কথা মোদির। এই হাসপাতাল নির্মাণে ভুটান সরকারকে আর্থিক সাহায্য করেছেন মোদি সরকারও।

বৃহস্পতিবার থেকে দুদিনের জন্য ভুটান সফরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু আচমকাই বাতিল হয়ে যায় সেই সফর। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আচমকা আবহাওয়ার অবনতির কারণেই মোদির ভুটান সফর বাতিল করা হচ্ছে। তবে বৃহস্পতিবারের বদলে শুক্রবার ভুটানে পৌঁছন প্রধানমন্ত্রী। দুদিনের জন্য সেদেশে থাকবেন তিনি।

[আরও পড়ুন: বেনজিরভাবে মুখ্যমন্ত্রী থাকাকালীনই গ্রেপ্তার, দিল্লির সরকার চালাতে পারবেন ‘বন্দি’ কেজরি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement