সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নেইবার ফার্স্ট’ বা ‘প্রতিবেশী প্রথম’ নীতি মেনেই দু’দিনের ভুটান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সপ্তদশ লোকসভা নির্বাচনের পর এটি প্রথম এবং প্রধানমন্ত্রী হিসেবে মোদির এটি দ্বিতীয় ভুটান সফর৷
Prime Minister Narendra Modi receives a Guard of Honour in Paro, Bhutan. He was received by Bhutan Prime Minister Lotay Tshering on his arrival at Paro International Airport. pic.twitter.com/5Xh8tkR7gf
— ANI (@ANI) August 17, 2019
শনিবার, ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বিমান৷ সেখানে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লটে শেরিং৷ সেখানে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয় প্রধানমন্ত্রী মোদিকে৷ এই সফরে প্রতিবেশি দেশটির সঙ্গে শিক্ষা এবং অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ ১০টি বিষয়ে মউ স্বাক্ষরিত হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি, মঙ্গদেচুর হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এবং থিম্পুতে ইসরো নির্মিত আর্থ স্টেশন-সহ আরও পাঁচটি উদ্বোধন অনুষ্ঠানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। হিমালয়ের কোলে অবস্থিত এই ছোট্ট দেশটির সফরে গিয়ে ফের ‘প্রতিবেশিই প্রথম’ নীতির ওপর জোর দিলেন মোদি।
I am personally touched to see that Shri @narendramodi is acknowledging and responding to all the students, teachers and villagers greeting him on his way to Thimphu.This reinforces the fact that he is very down-to-earth and real. His affection for children are clear and visible. pic.twitter.com/wv4NAJaSdy
— PM Bhutan (@PMBhutan) August 17, 2019
এদিন টুইট করে সদর অভ্যর্থনার জন্য ভুটানের প্রধামন্ত্রীকে ধন্যবাদ জানান মোদি৷ পালটা টুইট করে প্রধানমন্ত্রীর একজন মাটির মানুষ বলে উল্লেখ করেন ভুটানের প্রধানমন্ত্রী লটে শেরিং৷ জানা গিয়েছে, ভুটানের শীর্ষ কর্তাদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দেশটির রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুকের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মোদি৷ তারপর ‘রয়্যাল ভুটান ইউনিভার্সিটি’তে ছাত্রদের সামনে বক্তব্য রাখবেন তিনি৷
উল্লেখ্য, ডোকলামে চিনের সঙ্গে সংঘাতের সময় ভারতের পাশে দাঁড়িয়েছিল ভুটান৷ দেশটি সাফ জানিয়েছিল কোনওভাবেই ডোকলাম চিনের অংশ নয়৷ চিনা আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছিল থিম্পু। তাই চিনকে চাপে রাখতে ভুটানের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চাইছেন প্রধানমন্ত্রী৷
[আরও পড়ুন: পাক-অধিকৃত কাশ্মীর থেকে ভারতে হামলার ছক, প্রকাশ্যে জেহাদি ভিডিও]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.