কুয়েত সফরের জন্য রওনা দিলেন মোদি। ছবি- বিদেশমন্ত্রকের এক্স হ্যান্ডেল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষবার গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। ৪৩ বছর পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে কুয়েত যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সফরকে নতুন অধ্যায়ের সূচনা বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য মাত্রা পাবে বলেও আশাবাদী নয়াদিল্লি। কুয়েতে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদির।
আজ শনিবার সকালে কুয়েতের উদ্দেশে রওনা দিয়েছেন মোদি। তাঁর এই সফর দুদিনে। এনিয়ে বিদেশমন্ত্রকের সেক্রেটারি অরুণকুমার চ্যাটার্জি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুয়েত সফর ঐতিহাসিক। এর মাধ্যমে দুদেশের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা হবে। বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব গতি পাবে। ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা, শিল্প, কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করবেন। ফলে ভবিষ্যতে ভারত-কুয়েতের বন্ধন আরও মজবুত হবে।
🇮🇳-🇰🇼| Reinvigorating deep rooted & traditional relationship.
PM @narendramodi departs for a two day visit to Kuwait. This will be the first visit by an Indian PM in the last 43 years. pic.twitter.com/Gk5kIrRFhD
— Randhir Jaiswal (@MEAIndia) December 21, 2024
জানা গিয়েছে, আজ থেকেই মোদির ঠাসা কর্মসূচির সূচনা হবে। কুয়েতের আমিরশেখ মেশাল আল-আহমাদ আল-জাবের-আল-সাবাহের সঙ্গে দেখা করবেন নমো। বৈঠকে বসবেন কুয়েতের যুবরাজ ও প্রধানমন্ত্রীর সঙ্গে। এই ঐতিহাসিক সফর নিয়ে খুবই উচ্ছ্বসিত মোদি। রওনা দেওয়ার আগে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আজ ও আগামীকাল আমি কুয়েতে থাকব। এই সফর কুয়েতের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক আরও মজবুত করবে। আমি কুয়েতের আমির, যুবরাজ ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি। আজ সন্ধ্যায় আমি ভারতীয়দের সঙ্গে দেখা করব এবং আরবিয়ান গালফ কাপের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেব।’
Today and tomorrow, I will be visiting Kuwait. This visit will deepen India’s historical linkages with Kuwait. I look forward to meeting His Highness the Amir, the Crown Prince and the Prime Minister of Kuwait.
This evening, I will be interacting with the Indian community and…
— Narendra Modi (@narendramodi) December 21, 2024
পিটিআই সূত্রে খবর, ‘হালা মোদি’ নামে প্রবাসীদের একটি অনুষ্ঠান হবে। সেখানে চার থেকে পাঁচ হাজার ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেবেন নমো। চলতি বছরের জুন মাসে কুয়েত সিটির দক্ষিণে মাঙ্গাফ এলাকার একটি বহুতল আবাসনে বিধংসী আগুন লাগে। আগুনের লেলিহান গ্রাসে মৃত হয় ৪৯ জনের। সরকারের তরফে জানানো হয়, মৃতদের মধ্যে ৪৫ জনই ভারতীয়। নিহতদের দেহ দেশে ফিরিয়ে আনতে কুয়েতে যান কেন্দ্রীয় মন্ত্রী। কুয়েতে থাকা ভারতীয় শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতেও এই সফরে আলোচনা করবেন মোদি। তার আগে তিনি যাবেন লেবার ক্যাম্প পরিদর্শনে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৮১ সালে কুয়েতে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। এরপর প্রায় চার দশক পর ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে মোদির পা পড়বে মধ্যপ্রাচ্যের দেশটিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.