Advertisement
Advertisement
মোদি

আরও এক আন্তর্জাতিক শিরোপা মোদির মুকুটে, পেলেন মালদ্বীপের সর্বোচ্চ সম্মান

পালটা মালদ্বীপের রাষ্ট্রপ্রধানকে ক্রিকেট ব্যাট উপহার দিয়েছেন মোদি।

PM Narendra Modi have been conferred with Maldives' highest honour
Published by: Subhajit Mandal
  • Posted:June 8, 2019 9:06 pm
  • Updated:June 8, 2019 9:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিওল পিস প্রাইজের পর এবার আরও এক আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার মালদ্বীপের সর্বোচ্চ সম্মান ‘রুল অব নিশান ইজ্জুদ্দিন’ দেওয়া হল মোদিকে। এটাই কোনও বিদেশি নাগরিককে দেওয়া মালদ্বীপ সরকারের সর্বোচ্চ সম্মান। উল্লেখ্য, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর মালদ্বীপকেই প্রথম আন্তর্জাতিক সফরের গন্তব্য হিসেবে ঠিক করেন মোদি। এদিনই দু’দিনের মালদ্বীপ সফর শুরু করেছেন তিনি। প্রথম দিনই মোদিকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় মালদ্বীপ সরকারের তরফে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মালদ্বীপের রাষ্ট্রপ্রধানকে ক্রিকেট ব্যাট উপহার দিয়েছেন।

[আরও পড়ুন: নজরে চিন, উপহারের ডালি নিয়ে মালদ্বীপ-শ্রীলঙ্কা সফরে মোদি]

বিরল সম্মান পেয়ে প্রধানমন্ত্রী বলেন,”আজ আমাকে মালদ্বীপের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। আমি সম্মানের সঙ্গে এই শিরোপা গ্রহণ করছি। তবে, এই সম্মান শুধু আমার নয়, দুই দেশের মধ্যে বন্ধুত্ব এবং সম্পর্কের সম্মান।” প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারত মালদ্বীপের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমরা মালদ্বীপের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখতে চাই। আমরা মালদ্বীপকে সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত। আশা করি আমাদের সম্পর্ক চিরস্থায়ী হবে। আমরা প্রতিবেশীদের মধ্যে সবরকম বন্ধুত্বের তত্ত্বে বিশ্বাস করি।”

Advertisement

[আরও পড়ুন: ব্রেক্সিট বিফলতার জের, দলীয় নেত্রীর পদ ছাড়লেন টেরেসা মে]

এদিন দুই দেশের মধ্যে বেশ কয়েকটি মউ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য, স্বাস্থ্য, পরিবহণ, কারগো পরিষেবা, নাগরিক পরিষেবা। এদিন মলদ্বীপের সংসদেও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সেখানে বলেন, “গোটা বিশ্বকে একত্রিত হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে। সন্ত্রাসবাদ শুধু কোনও দেশ বা কোনও এলাকার শত্রু নয়, এটা গোটা বিশ্বের শত্রু। রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাস আরও বিপজ্জনক। আমাদের একত্রিত হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement