সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিকস মঞ্চে পায়ের নিচে তেরঙ্গা! আর তা দেখেই যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাতে অভিভূত গোটা বিশ্ব। এমনকী, নমোর দেখানো পথেই হাঁটলেন আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
ভারত, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়াকে নিয়ে তৈরি হয়েছে ব্রিকস গোষ্ঠী (BRICS summit)। মঙ্গলবার থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে জোটের পঞ্চদশ শীর্ষ সম্মেলন। চলবে তিনদিন। ২২ থেকে ২৪ আগস্ট । প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সম্মেলনে যোগ দেওয়া নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল জোহানেসবার্গে পৌঁছে যান মোদি। রয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ভারচুয়ালি অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
#WATCH | Johannesburg, South Africa | PM Narendra Modi notices Indian Tricolour on the ground (to denote standing position) during the group photo at BRICS, makes sure to not step on it, picks it up and keeps it with him. South African President Cyril Ramaphosa follows suit. pic.twitter.com/vf5pAkgPQo
— ANI (@ANI) August 23, 2023
সম্মেলনের দ্বিতীয় দিন অন্যান্য দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গে মঞ্চে উঠে দাঁড়ান প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট রামাফোসা। মঞ্চে প্রত্যেক দেশের প্রধানদের দাঁড়ানোর জায়গা নির্ধারিত করাছিল সে দেশের পতাকার মাধ্যমে। অর্থাৎ, সেই ক্ষুদ্র পতাকার স্টিকারের উপরই দাঁড়াতে হত তাঁদের। আর এটা দেখেই মেঝে থেকে পতাকা কুড়িয়ে নিয়ে পকেটে রাখলেন মোদি। তাঁর দেখাদেখি নিজের দেশের পতাকা তুলে নেন রামাফোসা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) এহেন কীর্তিতে অভিভূত গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.