Advertisement
Advertisement

Breaking News

Narenra Modi

এবার আন্তর্জাতিক যোগ দিবসে রাষ্ট্রসংঘে যোগাভ্যাসের ‘পাঠ’ দেবেন মোদি

এই প্রথমবার রাষ্ট্রসংঘের সদর দফতরে যোগ অধিবেশনের নেতৃত্ব দেবেন মোদি।

PM Modi To Lead Yoga Session At UN HQ On International Day Of Yoga| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 17, 2023 9:46 am
  • Updated:June 17, 2023 9:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক যোগ দিবসে রাষ্ট্রসংঘের সদর দফতর থেকে যোগাভ্যাসের ‘পাঠ’ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতি বছর ২১ জুন পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস। আর ওই দিনই চার দিনের সফরে আমেরিকা পৌঁছবেন প্রধানমন্ত্রী। প্রথম দিনই নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে যোগ অধিবেশনে নেতৃত্ব দেবেন তিনি। সংবাদ সংস্থা জানিয়েছে, ২১ জুন সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত, এক ঘণ্টা রাষ্ট্রসংঘের সদর দফতরের উত্তরের লনে এই বিশেষ যোগ অধিবেশন চলবে। এই প্রথমবার রাষ্ট্রসংঘের সদর দফতরে যোগ অধিবেশনের নেতৃত্ব দেবেন মোদি।

[আরও পড়ুন: প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত রেললাইন বানাব! বাইডেনের মন্তব্যে হাসির রোল]

২০১৫ সালে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন শুরু হয়েছিল। তারপর থেকে রাষ্ট্রসংঘের সদর দফতর, টাইমস স্কোয়ার-সহ বিভিন্ন স্থানে যোগ দিবস পালন করা হয়। এবার নবম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ যোগ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীও বিভিন্ন আসনের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আসুন যোগকে আমাদের জীবনের একটি অংশ করে তুলি। কারণ, যোগব্যায়াম শরীর এবং মন উভয়ের জন্যই উপকারী। যা শক্তি, নমনীয়তা এবং প্রশান্তি বৃদ্ধি করে। এবং জীবনে সুস্থতার পাশাপাশি শান্তি নিয়ে আসে।’ ন’বছর আগে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের পোডিয়াম থেকেই ভারতের যোগাভ্যাসের ঐতিহ্যের কথা তুলে ধরেছিলেন মোদি। তাঁর আবেদনেই ২০১৪ সালের ডিসেম্বরে ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করেছিল রাষ্ট্রসংঘ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ঐতিহাসিক যোগ অধিবেশনে অংশ নেবেন রাষ্ট্রসংঘের শীর্ষকর্তারা। এছাড়া থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সদস্য রাষ্ট্রগুলির প্রতিনিধিরা।

Advertisement

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে ২১ থেকে ২৪ জুন আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ২২ জুন হোয়াইট হাউসে মোদির সম্মানে একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়েছে।

[আরও পড়ুন: পার্লামেন্টেই সহকর্মীকে যৌন হেনস্তা! পদত্যাগ করতে নির্দেশ অস্ট্রেলিয়ার সেনেটরকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement