Advertisement
Advertisement
PM Modi

পুলওয়ামা হামলার ৫ বছর, বিদেশ সফরেও জওয়ানদের আত্মবলিদান স্মরণ করলেন মোদি

পুলওয়ামাতে পাক জঙ্গি হামলায় শহিদ হন ৪০ সিআরপিএফ জওয়ান। পরে ঘটনার দায় স্বীকার করে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। আবু ধাবি সফরে থেকেও বীর জওয়ানদের জন্য বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

PM Modi shares special message on 5 years of Pulwama Attack | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 14, 2024 11:06 am
  • Updated:February 14, 2024 11:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর আগে আজকের দিনেই সেনার রক্তে ভিজেছিল কাশ্মীর। পাক জঙ্গিদের নাশকতার বলি হয়েছিলেন ভারতের ৪০ জওয়ান। পুলওয়ামাতে (Pulwama Attack) ভয়াবহ হামলার পাঁচ বছর কেটে গেলেও দেশবাসীর মনে এখনও দগদগে তার স্মৃতি। সেই দিনের কথা স্মরণ করিয়ে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আবু ধাবির প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করতে এখন সংযুক্ত আরব আমিরশাহী সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। বুধবার সেখান থেকেই পুলওয়ামা হামলার বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ বার্তা দেন তিনি। এক্স হ্যান্ডেলে লেখেন, “পুলওয়ামাতে যে বীর জওয়ানরা শহিদ হয়েছিলেন, তাঁদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য রইল। দেশের জন্য তাঁদের সেবা ও আত্মত্যাগ সর্বদা মনে রাখব আমরা সকলে।” প্রধানমন্ত্রী ছাড়া এদিন বিশেষ বার্তা দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। 

Advertisement

[আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদে প্রথমবার পুজো দিলেন যোগী, ভিডিও ভাইরাল]

উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ভয়াবহ হামলা হয় ভারতীয় সেনার উপর। আড়াই হাজার সিআরপিএফ জওয়ানকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সময়ে সেনার কনভয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় এক কাশ্মিরী তরুণ। সঙ্গে সঙ্গে প্রাণ হারান ৪০ সিআরপিএফ জওয়ান।পরে ওই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।

মাস দুয়েক আগে ফের সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি উসকে যায় কাশ্মীরে। জঙ্গি নিধনে এনকাউন্টারের মধ্যেই সেনার দুটি ট্রাক লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা। আহত জওয়ানদের সঙ্গে যোগাযোগ করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত বহু চেষ্টা করে আহত জওয়ানদের কাছে অ্যাম্বুল্যান্স পৌঁছনো হয়। তবে শেষরক্ষা হয়নি। তিন সেনাকর্মীর মৃত্যুর খবর প্রকাশ করা হয় ভারতীয় সেনার তরফে।

[আরও পড়ুন: বিলকিস মামলায় সরকারকে ‘কুমন্তব্য’! সুপ্রিম রায়ের বিরোধিতায় শীর্ষ আদালতেই গুজরাট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement